পোস্টগুলি

এপ্রিল, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

75) সূরা আল ক্বেয়ামাহ - Surah Al-Qiyamat

ছবি
75) সূরা আল ক্বেয়ামাহ - Surah Al-Qiyamat (মক্কায় অবতীর্ণ - Ayah 40) بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। Go to:  Top   10   20   30   40 (1 لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ আমি শপথ করি কেয়ামত দিবসের, I do call to witness the Resurrection Day; (2 وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়- And I do call to witness the self-reproaching spirit: (Eschew Evil). (3 أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُ মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? Does man think that We cannot assemble his bones? (4 بَلَى قَادِرِينَ عَلَى أَن نُّسَوِّيَ بَنَانَهُ পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। Nay, We are able to put together in perfect order the very tips of his fingers. (5 بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায় But man wish...

74) সূরা আল মুদ্দাসসির - Surah Al-Muddahsir

ছবি
74) সূরা আল মুদ্দাসসির - Surah Al-Muddathth (মক্কায় অবতীর্ণ - Ayah 56) بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। Go to:  Top   10   20   30   40   50 (1 يَا أَيُّهَا الْمُدَّثِّرُ হে চাদরাবৃত! O thou wrapped up (in the mantle)! (2 قُمْ فَأَنذِرْ উঠুন, সতর্ক করুন, Arise and deliver thy warning! (3 وَرَبَّكَ فَكَبِّرْ আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন, And thy Lord do thou magnify! (4 وَثِيَابَكَ فَطَهِّرْ আপন পোশাক পবিত্র করুন And thy garments keep free from stain! (5 وَالرُّجْزَ فَاهْجُرْ এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। And all abomination shun! (6 وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না। Nor expect, in giving, any increase (for thyself)! (7 وَلِرَبِّكَ فَاصْبِرْ এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন। But, for thy Lord's (Cause), be patient and constant! (8 فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ যেদি...

73) সূরা মুযযামমিল - Surah Al-Muzzammil

ছবি
73) সূরা মুযযামমিল - Surah Al-Muzzammil (মক্কায় অবতীর্ণ - Ayah 20) بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। Go to:  Top   10   20 (1 يَا أَيُّهَا الْمُزَّمِّلُ হে বস্ত্রাবৃত! O thou folded in garments! (2 قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا রাত্রিতে দন্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে; Stand (to prayer) by night, but not all night,- (3 نِصْفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلًا অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম Half of it,- or a little less, (4 أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا অথবা তদপেক্ষা বেশী এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে। Or a little more; and recite the Qur'an in slow, measured rhythmic tones. (5 إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। Soon shall We send down to thee a weighty Message. (6 إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْءًا وَأَقْوَمُ قِيلًا নিশ্চয় এবাদতের জন্যে রা...