75) সূরা আল ক্বেয়ামাহ - Surah Al-Qiyamat
75) সূরা আল ক্বেয়ামাহ - Surah Al-Qiyamat (মক্কায় অবতীর্ণ - Ayah 40) بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। Go to: Top 10 20 30 40 (1 لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ আমি শপথ করি কেয়ামত দিবসের, I do call to witness the Resurrection Day; (2 وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়- And I do call to witness the self-reproaching spirit: (Eschew Evil). (3 أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُ মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? Does man think that We cannot assemble his bones? (4 بَلَى قَادِرِينَ عَلَى أَن نُّسَوِّيَ بَنَانَهُ পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। Nay, We are able to put together in perfect order the very tips of his fingers. (5 بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায় But man wish...