মহামানবের মহা সফর মিরাজ
মহামানবের মহা সফর মিরাজ শাঈখ মুহাম্মাদ উছমান গনী নবী–রাসুলের দ্বারা প্রকাশিত অতিপ্রাকৃতিক ঘটনাকে মুজিজা বলা হয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)–এর বহু মুজিজার মধ্যে অন্যতম সেরা মুজিজা হলো মিরাজ। অন্য কোনো নবী ও রাসুলের মিরাজ হয়নি। মিরাজ অর্থ ঊর্ধ্বগমন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সশরীর সজ্ঞানে জাগ্রত অবস্থায় হজরত জিবরাইল (আ.) ও হজরত মিকাইল (আ.)-এর সঙ্গে বোরাকে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্ত আসমান এবং সিদরাতুল মুন্তাহা পর্যন্ত যান এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত যান। এরপর মহান রাব্বুল আলামিনের সঙ্গে তাঁর দিদার লাভ ও সংলাপ হয় এবং জান্নাত–জাহান্নাম পরিদর্শন করে তিনি ফিরে আসেন। মহানবী (সা.)–এর এই যাত্রা থেকে শুরু করে ফিরে আসা—ইসলামি পরিভাষায় এই পুরো প্রক্রিয়াই হলো মিরাজ। আর মিরাজের প্রথম অংশ কাবা শরিফ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ হলো ইসরা। ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ। নবী করিম (সা.)–এর মিরাজ রাত্রিকালেই হয়েছিল, তাই এটিকে ইসরা বলা হয়। মিরাজ রজনীকে আরবিতে ‘লাইলাতুল মিরাজ’ এবং ‘লাইলাতুল ইসরা’ বলা হয়; যা সাধারণের কা...