স্বর্ণালি সময়ে পুণ্য কুড়িয়ে নিন
স্বর্ণালি সময়ে পুণ্য কুড়িয়ে নিন সৈয়্যেদ নূরে আখতার হোসাইন নাজাতের দশক শুরু হয়েছে। শুরু হয়েছে কাক্সিক্ষত কদরের রাত খোঁজা। রাসূলে পাক (সা.)-এর বাণীতে প্রমাণিত, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর যে কোনো এক রাতে রয়েছে শবেকদর। কদর এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। হাজার মাসে হয় ৮৩ বছর ৪ মাস। এটি সায়েমের জন্য অনেক বড় পুরস্কার। কোন দিন হবে শবেকদর। সৌদি আরবভিত্তিক বিশ্বের অনেক দেশে যে রাতে কদরের ইবাদত করে, তখন বাংলাদেশে জোড়সংখ্যক রোজা। আর এ দেশে যখন বিজোড় সংখ্যক রোজা, তখন অন্যান্য দেশে জোড় রোজা। তাহলে শবেকদরের রাত কি দুই অঞ্চলের জন্য দুই রাতে হওয়া সম্ভব? পবিত্র কোরআনে কদর সম্পর্কে বলা হয়েছে একটি রাতের কথা। আল্লাহপাক কদরের রাতকে গোপন রেখেছেন; কিন্তু আমাদের খোঁজার জন্য বলেছেন, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে। কদরের রাত নির্দিষ্ট করে প্রকাশ না করা সম্পর্কে হজরত বড়পীর (রহ.) লিখেছেন, কোনো ব্যক্তি যেন কদরের রাত জেগে ইবাদত করে এ ধারণা না করতে পারে যে, আমার আজকের রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ। কাজেই আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত ও ম...