দু'আ কবুলের ২৮টি স্থান, ক্ষেত্র ও সময়:
দু'আ কবুলের ২৮টি স্থান, ক্ষেত্র ও সময়:
১) অনুপস্থিত ব্যক্তি (কোন মুসলিমের অগোচরে অন্য মুসলিমের) দু'আ। (মুসলিম -৬৮২২) ২) জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দু'আ। (তিরমীযি-৩৪৪৮) ৩) বাবা তার সন্তানের জন্য দু'আ৷ (তিরমীযি-৩৪৪৮ ৪) নেককার সন্তানের দু'আ - বাবা-মায়ের জন্য তাদের মৃত্যুর পর। (আবু দাউদ-২৮৮০) ৫) আরাফাতের ময়দানে দু'আ। (তিরমীযি-৩৫৮৫) ৬) বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দু'আ (সূরা নমল ৬২,৫৭ ও ইসরার ৬৭ নং আয়াত) ৭) সেজদায় দু'আ। (নাসায়ী১০৪৫) ৮) হজ্জের স্থানসমূহে (যেমন: আরাফাহ, মুজদালিফা, মিনা) দু'আ।(ইবনে মাজাহ-২৮৯২) ৯) হজ্জ করা অবস্থায় হাজ্জীর দু'আ। (ইবনে মাজাহ-২৮৯৩) ১০) উমরাহ করার সময় উমরাহকারীর দু'আ। (নাসায়ী-২৬২৫) ১১) আযানের পর দু'আ। (তিরমীযি-২১০) ১২) ক্বিতাল চলাকালীন সময় দু'আ। (আবু দাউদ-২৫৪০) ১৩) বৃষ্টি বর্ষণকালে দু'আ। (আবু দাউদ-২৫৪০) ১৪) শেষ রাতের দু'আ, তাহাজ্জুদের সময়কার দু'আ। বুখারী-১১৪৫) ১৫) জুম্মার দিনে আসরের শেষ দিকে দু'আ। (নাসায়ী-১৩৮৯) ১৬) লাইলাতুল ক্বদরের রাত্রির দু'আ। (বুখারী ও মুসলিম) ১৭) আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দু'আ। (মুসলিম -৬৬৮) ১৮) ফরয স্বলাতের শেষ অংশে, সালাম ফিরানোর আগে। (তিরমীযি-৩৪৯৯) ১৯)মুসাফিরের দু'আ (সফর অবস্থায়)। (তিরমীযি-৩৪৪৮) ২০) রোজাদার ব্যক্তির দু'আ (রোজা অবস্থায়) । (ইবন মাজাহ-১৭৫২) ২১) ন্যায়পরায়ণ শাসকের দু'আ। (তিরমীযি-২৫২৬) ২২) দু'আ ইউনুস পাঠ করে দু'আ করলে কবুল হয়। (তিরমীযি-৩৫০৫) ২৩) ইসমে আযম পড়ে দু'আ করলে কবুল হয়। (ইবনে মাজাহ-৩৮৫৬) ২৪) বিপদে পতিত হলে যে দু'আ পড়া হয় (ইন্না লিল্লা-হি... রাজিউন) এবং ( আল্লা-হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলিফলী খইরাম মিনহা...) তখন দু'আ কবুল হয়। (মিশকাতুল মাসীবাহ-১৬১৮, মুসলিম -৯১৮) ২৫) জমজমের পানি পান করার পর দু'আ। ( ইবনে মাজাহ-৩০৬২) ২৬) নির্যাতিতের দু'আ। (তিরমীযি-৩৪৪৮) ২৭) যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে। (বুখারী -৩৩০৩; মুসলিম, ৪/,২০৯২, নং ২৭২৯) ২৮) দু'হাত তুলে দোয়া করা, আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। (আবু দাউদ-১৪৮৮)
SOURCE-nokib tv 24/youtube
১) অনুপস্থিত ব্যক্তি (কোন মুসলিমের অগোচরে অন্য মুসলিমের) দু'আ। (মুসলিম -৬৮২২) ২) জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দু'আ। (তিরমীযি-৩৪৪৮) ৩) বাবা তার সন্তানের জন্য দু'আ৷ (তিরমীযি-৩৪৪৮ ৪) নেককার সন্তানের দু'আ - বাবা-মায়ের জন্য তাদের মৃত্যুর পর। (আবু দাউদ-২৮৮০) ৫) আরাফাতের ময়দানে দু'আ। (তিরমীযি-৩৫৮৫) ৬) বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দু'আ (সূরা নমল ৬২,৫৭ ও ইসরার ৬৭ নং আয়াত) ৭) সেজদায় দু'আ। (নাসায়ী১০৪৫) ৮) হজ্জের স্থানসমূহে (যেমন: আরাফাহ, মুজদালিফা, মিনা) দু'আ।(ইবনে মাজাহ-২৮৯২) ৯) হজ্জ করা অবস্থায় হাজ্জীর দু'আ। (ইবনে মাজাহ-২৮৯৩) ১০) উমরাহ করার সময় উমরাহকারীর দু'আ। (নাসায়ী-২৬২৫) ১১) আযানের পর দু'আ। (তিরমীযি-২১০) ১২) ক্বিতাল চলাকালীন সময় দু'আ। (আবু দাউদ-২৫৪০) ১৩) বৃষ্টি বর্ষণকালে দু'আ। (আবু দাউদ-২৫৪০) ১৪) শেষ রাতের দু'আ, তাহাজ্জুদের সময়কার দু'আ। বুখারী-১১৪৫) ১৫) জুম্মার দিনে আসরের শেষ দিকে দু'আ। (নাসায়ী-১৩৮৯) ১৬) লাইলাতুল ক্বদরের রাত্রির দু'আ। (বুখারী ও মুসলিম) ১৭) আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দু'আ। (মুসলিম -৬৬৮) ১৮) ফরয স্বলাতের শেষ অংশে, সালাম ফিরানোর আগে। (তিরমীযি-৩৪৯৯) ১৯)মুসাফিরের দু'আ (সফর অবস্থায়)। (তিরমীযি-৩৪৪৮) ২০) রোজাদার ব্যক্তির দু'আ (রোজা অবস্থায়) । (ইবন মাজাহ-১৭৫২) ২১) ন্যায়পরায়ণ শাসকের দু'আ। (তিরমীযি-২৫২৬) ২২) দু'আ ইউনুস পাঠ করে দু'আ করলে কবুল হয়। (তিরমীযি-৩৫০৫) ২৩) ইসমে আযম পড়ে দু'আ করলে কবুল হয়। (ইবনে মাজাহ-৩৮৫৬) ২৪) বিপদে পতিত হলে যে দু'আ পড়া হয় (ইন্না লিল্লা-হি... রাজিউন) এবং ( আল্লা-হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলিফলী খইরাম মিনহা...) তখন দু'আ কবুল হয়। (মিশকাতুল মাসীবাহ-১৬১৮, মুসলিম -৯১৮) ২৫) জমজমের পানি পান করার পর দু'আ। ( ইবনে মাজাহ-৩০৬২) ২৬) নির্যাতিতের দু'আ। (তিরমীযি-৩৪৪৮) ২৭) যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে। (বুখারী -৩৩০৩; মুসলিম, ৪/,২০৯২, নং ২৭২৯) ২৮) দু'হাত তুলে দোয়া করা, আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। (আবু দাউদ-১৪৮৮)
SOURCE-nokib tv 24/youtube
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন