ফেতনাহ থেকে সাবধান

ছবি ফেতনাহ থেকে সাবধান! আধুনিক যুগের প্রায় সমস্ত ফকিহ বা মুফতিদের অভিমত হচ্ছে, প্রয়োজন ছাড়া ছবি তোলা জায়েজ নয়। আর সেলফি তোলা একজন মানুষের ব্যক্তিত্ব এবং ইলমের দুর্বলতার পরিচায়ক। সেলফি তুলে নেটে প্রচার করা এক প্রকার মানসিক অসুস্থতা। আপনারা টিভি এবং ইন্টারনেট জনপ্রিয় অনেক ইসলামিক বক্তা ও লেখকদের ছবি তোলার বদ অভ্যাস দেখে বিভ্রান্ত হবেন না। তারা তাদের হিসাব দেবে, আপনি আপনার হিসাব দেবেন। সুতরাং, আল্লাহকে ভয় করুন এবং নিষিদ্ধ ও আল্লাহ অপছন্দ করেন এমন বেহুদা কথা ও কাজ মানুষের মাঝে প্রচার করা থেকে বিরত থাকুন। একশ্রেণীর দাড়ি টুপি পড়া মানুষেরা ফাসেক মডেলদের মতো বনে জংগলে গিয়ে উদাসীন ভংগিতে ছবি তুলে নেটে প্রচার করে। আর অনেক লজ্জাহীন, বেপর্দা নারীরা পর পুরুষদের মনোরঞ্জনের জন্য ছবি আপলোড করে। এদের অন্তরে মানুষের মাঝে নিজেকে প্রচার করার মোহ ঢুকে গেছে, যা দুনিয়ার দিকে আকৃষ্ট করে। আপনি ভালো খাবার খাচ্ছেন, সুন্দর জায়গায় যাচ্ছেন ভালো কথা, আল্লাহ শুকরিয়া আদায় করুন। কিন্তু এই সমস্ত বেহুদা কথা মানুষের মাঝে প্রচার করে অন্যদের বিরক্ত করছেন কেনো? আপনি কি করছেন না করছেন, এটা জেনে আমার কি লাভ? এইভাবে বেহুদা জিনিস প্রচার করে আপনি অন্যদের সময় নষ্ট করছেন, যা একটা সামাজিক অপরাধ। এইভাবে মুসলমান নারী ও পুরুষদেরকে শয়তান বোকা বানাচ্ছে। আল্লাহু মুস্তায়া'ন। রাসুল সাঃ বলেছেন, "হয় তুমি ভালো কথা বলো নয়তো চুপ থাকো।" আর আজকালকার যুগের মুসলমানেরা মনে করে সস্তায় কিছু ডাটা পেয়েছি আর ফেইসবুকে একটা একাউন্ট আছে, আমার যা ইচ্ছা তা বলবো, যা ইচ্ছা তাই করবো তাতে কার কি? হ্যাঁ! কারও কিছু না। সব কিছু আপনারি, সেটা চোখ বন্ধ হলেই হারে হারে বুঝতে পারবেন? কিন্তু তখন করার আর কিছুই থাকবে না। তাই চোখ বন্ধ হওয়ার আগেই সাবধান হয়ে যান।source-islamic Media BD/youtube

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে