পুলসিরাত

পুলসিরাত

আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন তো? মৃত্যু আসার পূর্বেই সৎ কর্ম করে নিন। না হলে কিন্তু আফসোসের কোন সীমা থাকবে না...। কারণ এই সৎ কর্মের যে কি প্রয়োজন তা মৃত্যুর পর হারে হারে বুঝতে পারবেন, তাইতো মৃত্যু এসে যাওয়ার আগে যদি সৎ কর্ম না করেন, তবে সৎ কর্ম করার জন্য মৃত্যুর পর আবার দুনিয়ার ফিরে আসার জন্য আফসোস করবেন...। কিন্তু এই আফসোস শুধু আফসোসই থেকে যাবে, তার আর পূর্ণ হবে না...। মহান আল্লাহ তায়ালা বলেনঃ "বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য, দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম, যা তোমরা করতে।" (সুরা জুমআঃ ৮) মহান আল্লাহ তায়ালা আরও বলেনঃ যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলেঃ হে আমার পালণকর্তা! আমাকে পুনরায় (দুনিয়াতে) প্রেরণ করুন। যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি। কখনই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। (সুরা মুমিনুনঃ ৯৯-১০০)

পুলসিরাত জাহান্নামের উপর রাখা একটি সেতু বা সাঁকো। এটা চুলের থেকেও চিকন এবং তরবারীর থেকেও ধারালো হবে। পুলসিরাতের পথ হবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। জাহান্নামের উপর রাখা এই পুলসিরাত প্রত্যেকেই অতিক্রম করতে হবে। পুলসিরাত পার হয়ার সময়টি এমন কঠিন হবে যে, তখন মানুষ তাদের আপন জনদের কথাও ভুলে যাবে। পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন এত বেশি ভয়াবহ হবে যে, সেখানে নবীগণ পর্যন্ত ভয়ে শুধু বলতে থাকবেঃ "রব্বি সালামুন, রব্বি সালামুন" অর্থঃ হে আল্লাহ বাঁচাও! হে আল্লাহ বাঁচাও। পুলসিরাত অতিক্রম করার সময় ভয়ে ভীত থাকার কারণে নবীগণ ব্যতীত অন্য কারো মুখ দিয়ে কোন কথা বের হবে না। পুলসিরাতে আগুনের তৈরি হুক থাকবে যা লোকদেরকে তাদের পাপ অনুযায়ী ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। হাসান বাসরী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, এক ব্যক্তি তার ভাইকে বললঃ তোমার কি জানা আছে যে, তোমাকে জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে? সে বললঃ হ্যাঁ। সে আবার জিজ্ঞাসা করল, তোমার কি জানা আছে যে, তুমি সেখান থেকে মুক্তি পাবে? সে বললঃ না। তখন ঐ ব্যক্তি বললঃ তাহলে তুমি কি করে হাসছ? এর পর থেকে মৃত্যু পর্যন্ত ঐ ব্যক্তির ঠোঁটে আর কখনো হাসি দেখা যায়নি। "আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা"___ (আমিন)

আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমান এবং আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক। আমিন...source-islamic Media BD/youtube

Comments

Post a Comment

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট