তিন শ্রেণীর বান্দা
তিন শ্রেণীর আল্লাহওয়ালা বান্দা দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে”
.
মানুষ দেখানোঃ
.
১. আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যাক্তি।
২. আলেম/ইলমে দ্বীন প্রচারকারী এবং কারী।
৩. দানকারী।
𝌆 যখন আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে,
◉ সে হচ্ছে এমন একজন যে শহীদ হয়েছিল। তাঁকে হাযির করা হবে এবং আল্লাহ তাঁর নিয়ামত রাশির কথা তাকে বলবেন এবং সে তাঁর সবটাই চিনতে পারবে (এবং যথারীতি তার স্বীকারোক্তিও করবে)।
তখন আল্লাহ তা’আলা বলবেন: এর বিনিময়ে কি আমল করেছিলে?
সে বলবে: আমি আপনার (সন্তুষ্টির) জন্য যুদ্ধ করেছি এমন কি শেষ পর্যন্ত শহীদ হয়েছি।
তখন আল্লাহ তাআলা বলবেন: তুমি মিথ্যা বলেছো। তুমি বরং এ জন্যেই যুদ্ধ করেছিলে যাতে লোকে তোমাকে বলে তুমি বীর। তা (দুনিয়াতে) বলা হয়ে গিয়েছে। এরপর নির্দেশ দেওয়া হবে। সে মতে তাকে উপুড় করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে।
◉ তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে-যে জ্ঞান অর্জন ও বিতরণ করেছে এবং কুরআন অধ্যায়ন করেছে। তখন তাকে হাযির করা হবে।
আল্লাহ তা’আলা তার প্রদত্ত নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে (এবং যথারীতি তার স্বীকারোক্তিও করবে)।
তখন আল্লাহ তা'আলা বলবেন: এত (বড় নিয়ামত পেয়ে বিনিময়ে) তুমি কি করলে?
জবাবে সে বলবে: আমি জ্ঞান অর্জন করেছি এবং তা শিক্ষা দিয়েছি এবং আপনারই (সন্তুষ্টি লাভের) উদ্দেশ্যে কুরআন অধ্যায়ন করেছি।
জবাবে আল্লাহ তায়ালা বলবেনঃ তুমি মিথ্যা বলেছো। তুমি তো জ্ঞান অর্জন করেছিলে এজন্যে যাতে লোকে তোমাকে জ্ঞানী বলে। কুরআন তিলাওয়াত করেছিলে এ জন্যে-যাতে লোকে বলে সে একজন ক্বারী। তা (দুনিয়াতে) বলা হয়ে গিয়েছে। তারপর আদেশ দেওয়া হবে এবং তাকেও উপুড় করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে।
◉ তারপর এমন এক ব্যক্তির বিচার হবে যাকে আল্লাহ তা’আলা স্বচ্ছলতা এবং সর্ববিধ সম্পদ দান করেছেন। তাকে হাযির করা হবে এবং তাকে প্রদত্ত নিয়ামত সমূহের কথা তাঁকে বলবেন। সে তা চিনতে পারবে (স্বীকারোক্তি করবে)।
তখন আল্লাহ তায়ালা বলবেন: এর বিনিময়ে তুমি কি আমল করেছো?
জবাবে সে বলবে: আপনার রাস্তায় সম্পদ ব্যয় করেছি আপনার (সন্তুষ্টির) জন্যে।
তখন আল্লাহ তা’আলা বলবেন: তুমি মিথ্যা বলছো। তুমি বরং এ জন্যে তা করেছিলে-যাতে লোকে তোমাকে “দানাবীর” বলে অবিহিত করে। তা (দুনিয়াতে) বলা হয়ে গিয়েছে। তারপর নির্দেশ দেওয়া হবে, সে মতে তাকেও উপুড় করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে।
[সহীহ মুসলিম (ইফাঃ), হাদিস নম্বরঃ ৪৭৭০]
source-rose tv/youtube
source-rose tv/youtube
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন