ধন-সম্পদ


আল্লাহ এই দুনিয়াতে সবাইকে জীবন যাপনের উপকরণ দিয়েছেন। এই উপকরণ দেয়ার ক্ষেত্রে তিনি কাউকে অন্যদের চেয়ে বেশি দিয়েছেন। আর কাকে কতটুকু দিবেন তিনিই সেটা ভালো জানেন। কিন্তু সবাইকে একটি কমন আদেশ দেয়া হয়েছে - সবাইকে নিজ নিজ পরিবেশ পরিস্থিতিতে থেকে আল্লাহর ইবাদাত করতে হবে। কেউ হয়তো ৬০ বছর বয়স পেয়েছেন আবার কেউ হয়তো আরো কম বা বেশি। এই ৬০ বা ৮০ বছর বয়স আপনার নিজের কোনো অর্জন নয়, আপনার অর্জন হলো এই সময়ে আপনি আল্লাহর জন্য কী করেছেন, সেটা। একইভাবে মানুষ নিজের পরিবেশ, উপায় উপকরণ নিয়ে গর্ব করে। এটা আসলে আপনার অর্জন নয়, আল্লাহ আপনাকে এসব দান করেছেন।

আল্লাহ মানুষকে যে পরিবেশ পরিস্থিতি এবং উপায় উপকরণ দান করেছেন তার মূল উদ্দেশ্য হলো, এসব ব্যবহার করে আল্লাহর ইবাদাত করা। এখন যে অন্যদের চেয়ে উত্তম পরিবেশ এবং উপায় উপকরণ পেয়েছে তার কাছ থেকে বেশি ইবাদাত আশা করা হয়। এখন ভালো পরিবেশ পাওয়ার পরেও যদি আল্লাহর ইবাদাত না করেন তাহলে এই ভালো পরিবেশই আপনার বিরুদ্ধে প্রমান হিসেবে উপস্থাপন করা হবে। 'তুমি শান্তিপূর্ণ জীবন পেয়েছো, নিরাপত্তা পেয়েছো, আমি তোমার জীবন জীবিকার সকল উপায় উপকরণের ব্যবস্থা করে দিয়েছি, তুমি আমার কতটুকু ইবাদাত করেছো?' তাই মানুষের ধন-সম্পদ এবং উপায় উপকরণ নিয়ে গর্ব করার কিছু নেই। এই উপায় উপকরণ বেশি থাকার মানে আপনার কাছে থেকে প্রত্যাশাও ( expectation) বেশি। মানুষের মূল ফোকাস থাকা উচিত এই বিষয়ের উপর: যে পরিবেশ আমাকে দেয়া হয়েছে তার আলোকে আমি আল্লাহর কতটুকু আনুগত্য করছি।-- ডঃ আকরাম নদভীর আলোচনা থেকে অনুপ্রাণিত। -- DeepDeen.tv (La-ilaaha-illallah Part3)
source-nakinbangla/youtube

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে