❝সূরা হুজুরাত❞
❝সূরা হুজুরাত❞ এর এই নির্দেশনাগুলো যেন আজকের অনলাইন এ্যাক্টিভিস্টদের জন্য নাযিল হয়েছে—
১. উপহাস করো না। [আয়াত-১১] ২. দোষারোপ করো না।[আয়াত-১১] ৩. নাম বিকৃত করো না, মন্দ নামে ডেকো না। [আয়াত-১১] ৪. পশ্চাতে নিন্দা করো না। [আয়াত-১২] ৫. মন্দ ধারণা থেকে বিরত থাকো। [আয়াত-১২] ৬. ছিদ্রান্বেষন করো না।[আয়াত-১২] ৭. ফাসিকের সংবাদ যাচাই ব্যতিরেকে বিশ্বাস করো না।[আয়াত-৬] ৮. বিবাদমান দুটি পক্ষের ঝামেলা ন্যায়পন্থায় মীমাংসা করবে। [আয়াত-৯] ৯.সর্বাবস্থায় ইনসাফ করবে।[আয়াত-৯] ১০. মর্যাদার মূল মাপকাঠি ‘তাকওয়া’। [আয়াত ১৩] প্রকৃতপক্ষে একজন বিশ্বাসী ব্যক্তির চরিত্র কেমন হওয়া উচিত তা-ই উক্ত সূরার মূল উপজীব্য বিষয়। আশা করা যায় চরিত্র ও ব্যাক্তিত্ব গঠনে পবিত্র কোরআনের উক্ত সূরা আপনাকে দারুণভাবে প্রভাবিত করবে। পড়ার আহ্বান রইল।
*******************
কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী
"লা তাহযান"
অর্থঃ অতীত নিয়ে কখনো হতাশ হবেন না।
"লা তাখাফ"
অর্থঃ ভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।
" লা তাগদাব"
অর্থঃ জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।
" লা তাসখাত"
অর্থঃ আল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।
সব অবস্থায় আলহামদুলিল্লাহ।
১) নিজের পছন্দের অবস্থা তাই আলহামদুলিল্লাহ।
২) আল্লাহ রাব্বুল আলামীন পছন্দ করে যে অবস্থায় রেখেছেন তাতেই আলহামদুলিল্লাহ।
( সংগ্রহ)
৪ টি মোটিভেশনাল কথা
উত্তরমুছুনকোরানের কোথায় কোথায় উল্লেখ আছে
একটু বলবেন প্লিজ
কুরআনের কোথায় লা তাসখাত শব্দটি আছে দেখাতে পারবেন?
উত্তরমুছুন