সেক্রিফাইস


 আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন— "যারা মু’মিন আল্লাহর জন্য তাদের ভালবাসা অত্যন্ত প্রগাঢ়।" (২:১৬৫)

আল্লাহর ভালোবাসার জন্য একজন মুমিন কী করতে পারে? আল্লাহর ভালোবাসার জন্য একজন মুমিন অন্য সকল ভালোবাসা পরিত্যাগ করতে পারে। এই ভালোবাসার পথে যেটাই বাধা হয়ে দাঁড়াবে সে তা পরিত্যাগ করতে দ্বিধা করবে না। সে অন্য জিনিসগুলোও ভালোবাসে। সে তার বন্ধুদের ভালোবাসে। কিন্তু, তার বন্ধুরা যখন তাকে কোনো একটি হারাম পার্টিতে দাওয়াত দেয়, আল্লাহর জন্য তার ভালোবাসা এতোই শক্তিশালী যে সে তৎক্ষণাৎ তা বর্জন করে। বন্ধু তখন বলেঃ — "তুমি যদি এখন না আসো আমি তোমাকে আর কোনোদিন কোনো কল দিবো না। " — "কোনো সমস্যা নেই।" হয়তো একেবারে শিশুকাল থেকেই বেস্ট ফ্রেন্ড। সে অন্তরে কষ্ট পায়। কিন্তু সেই কষ্ট নিমিষেই দূর হয়ে যায় যখন সে বুঝতে পারে যে, হ্যাঁ, আমি দুনিয়ার এক বন্ধু হারিয়েছি। কিন্তু আমি সর্বশ্রেষ্ঠ বন্ধুকে পেয়েছি। এটা হলো "আসাদ্দু হুব্বাল লিল্লাহ- আল্লাহর জন্য তাদের ভালোবাসা অত্যন্ত প্রগাঢ়।" সকল ভালোবাসাই সেক্রিফাইস দাবি করে। আপনি যখন আপনার মাকে ভালোবাসেন তখন আপনি তার জন্য বাজার করেন, ডাক্তারের খরচ প্রদান করেন ইত্যাদি ইত্যাদি। আপনি কখনোই তাকে আপনার কষ্ট দেখতে দেন না। কারণ, আপনি আপনার মায়ের যত্ন নিতে চান। এই ভালোবাসার কারণে নিজের ছেলেমেয়েদের জন্য যে সময় ব্যয় করার কথা তাতেও সেক্রিফাইস করতে হয়। স্ত্রীর সাথে যে সময় কাটানোর কথা তাতেও সেক্রিফাইস করতে হয়। কারণ আপনি আপনার মাকে ভালোবাসেন। কোনো ভালোবাসাই সেক্রিফাইস ছাড়া আসে না। আর ভালোবাসা যত গভীর হয় তত সুখী মনে আপনি সেক্রিফাইস করে যান। আর প্রতিবার তাদের জন্য ত্যাগ স্বীকার করলে কে এতে সবচেয়ে বেশি খুশি হয়? আপনি নিজে। যখন সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসবেন, এরপর যখন আল্লাহর কথা শুনবেন তখন এতে শুধু আল্লাহ খুশি হবেন না, এতে আপনি নিজেও অনেক খুশি হবেন। আল্লাহর জন্য ভালবাসা তীব্র হলে যখনই তাঁর আনুগত্য করবেন, তাঁর ইবাদাত করবেন, তাঁর কথানুযায়ী কোনো হারাম থেকে বিরত থাকবেন— আপনি নিজেই তখন মনে মনে দারুণ উৎফুল্ল হয়ে উঠবেন। নামাজ না পড়লে আপনার মনে হবে যেন দম বন্ধ হয়ে আসছে। নিজেই অনুভব করবেন মূল্যবান কিছু একটা যেন হারিয়ে ফেলছেন। এটাই হলো- "وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِّلَّهِ ওয়াল্লাজিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ-যারা মু’মিন আল্লাহর জন্য তাদের ভালবাসা অত্যন্ত প্রগাঢ়।" — নোমান আলী খান। — 060. Al-Baqarah (Ayah 165) - A Deeper Look — Bayyinah tv
collected

Comments

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট