আয়েশা বিনতে আবু বকর (রাঃ) - অষ্টম অংশ
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা (রাঃ) কে একটু বেশি ভালোবাসতেন। তা নিয়ে অন্যান্য স্ত্রীরা কিছুটা ঈর্ষাবোধ করতেন। নবী (সাঃ) যেই দিনগুলোতে আয়েশা (রাঃ) এর ঘরে থাকতেন সেই দিনগুলোতে সাহাবীগনেরা উপহার পাঠাতেন। এই নিয়ে বাকি উম্মুল মুমিনিনরা রাসুল (সাঃ) এর কন্যা ফাতিমা (রাঃ) কে পাঠালেন তাদের মনের কথা রাসুল (সাঃ) কে জানানোর জন্য। কিন্তু রাসুল (সাঃ) ফাতিমা (রাঃ) এর কথা শুনে বললেন, মা, আমি যা চাই, তুমি কি তা চাও না! ফাতিমা (রাঃ) বুঝতে পেরে চলে আসলেন। এবার তাঁরা বয়স্কা বুদ্ধিমতি উম্মে সালামা (রাঃ) কে পাঠালেন। তাকে রাসুল (সাঃ) বললেন, আয়েশা ছাড়া আর কোন স্ত্রীর লেপের নীচে আমার উপর ওহী নাযিল হয়নি। আয়েশা (রাঃ) কে সর্বাধিক ভালোবাসার কারন আল্লাহ সুবহানু ওয়া তা'আলার নির্দেশ। তাছাড়া আয়েশা (রাঃ) সমঝ-বুঝদার, চিন্তা-অনুধ্যান, হুকুম আহকাম স্মৃতিতে ধারন ক্ষমতা বেশি ছিলেন। সব মিলিয়েই আয়েশা (রাঃ), রাসুল (সাঃ) এর প্রিয়তমা হয়ে উঠেছিলেন। রাসুল (সাঃ) এর স্ত্রীগনেরা একদিন সমবেত হয়ে আসলেন আবদার নিয়ে যে তাঁদের এমন দীন-হীন জীবন-যাপনে কষ্ট হচ্ছে। রাসুল (সাঃ) যেন জীবন-যাপনের মান বৃদ্ধি করেন। এর পরিপেক্ষিতে কোরআনের আয়াত নাযিল হয়। সেখানে চূড়ান্ত কথা জানানো হয়, যে যার ইচ্ছেমতো সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারেন বা এভাবে দীন-হীন অবস্থায় থাকতে পারেন। আয়েশা (রাঃ) বয়সে কম থাকায় রাসুল (সাঃ) তাঁকে বলে তাঁর পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে। কিন্তু আয়েশা (রাঃ) আলোচনা ছাড়াই সবার আগেই সিদ্ধান্ত জানিয়ে দেন যে, আমি আল্লাহর রাসুল (সাঃ) কে চাই। আয়েশা (রাঃ) রাসুল (সাঃ) কে খুব ভালোবাসতেন এবং আগলে রাখতেন। একদিন রাসুল (সাঃ) আয়েশা (রাঃ) এর কোলের উপর মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় আবু বকর (রাঃ) কোনো কারনে আয়েশা (রাঃ) এর উত্তেজিত হয়ে ঘরে ঢুকে পড়েন এবং তাঁর পার্শ্বদেশে ধাক্কা দিলেন কিন্তু রাসুল (সাঃ) এর বিশ্রামের ব্যাঘাত ঘটবে বলে আয়েশা (রাঃ) একটুও নড়াচড়া করলেন না। আয়েশা (রাঃ), রাসুল (সাঃ) এর সেবার প্রতি খুবই সচেতন ছিলেন। খাদেম থাকা সত্ত্বেও তিনি নিজে অনেক কাজ করতেন। তাছাড়া রাসুল (সাঃ) এর মাথায় চিরুনি করে দিতেন, শরীরে আতর লাগিয়ে দিতেন, কাপড় ধুতেন, রাতে শোয়ার আগে মিশওয়াক ও পানি মাথার কাছে রাখতেন। আয়েশা (রাঃ) খুব যতনে আগ্রহভরে রাসুল (সাঃ) এর সেবা করতে ভালোবাসতেন। আয়েশা বিনতে আবু বকর (রাঃ) - অষ্টম অংশ || উম্মুল মুমিনিন || -জান্নাতুন নেসা তারিন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন