সমুদ্রের পানি
❖ কোন পানি সম্পর্কে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তার পানি পবিত্র এবং উহার মৃতপ্রাণী হালাল"? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ সমুদ্রের পানি। এ বিষয়ে ব্যাখ্যা হচ্ছে, আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল। চারজন এ হাদীস বর্ণনা করেছেন। ইবনু খুযাইমাহ ও তিরমিযী হাদীসটিকে সহীহ বলেছেন। ইমাম মালিক, শাফি’ঈ ও আহমাদ বিন হাম্বালও এটি বর্ণনা করেছেন। আবু দাউদ ৮৩, নাসায়ী ১/৫০, ১৭৬, ৭০৭, তিরমিযী ৬৯, ইবনু মাযাহ ৩৮৬, ইবনু আবী শায়বাহ ১৩১, ইবনু খুযাইমাহ ১১১।
সফওয়ান বিন সুলাইম সূত্রে; তিনি আলে বানী আযরাকে এর সাঈদ বিন সালামাহ (রাঃ) থেকে, তিনি বানী আব্দুদ দার এর মুগীরাহ বিন আবু বুরদাহ থেকে বর্ণনা করেন। তিনি আবু হুরায়রাহ (রাঃ) কে বলতে শুনেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমরা সমুদ্রে বিচরণ করি, আর আমাদের সাথে অল্প পরিমাণ পানি নিয়ে যাই, ফলে আমরা যদি এই পানি দিয়ে অযূ করি তাহলে আমাদের খাবার পানির পিপাসায় ভোগার আশংকা রয়েছে। সুতরাং আমরা কি সমুদ্রের পানি দিয়ে অযূ করতে পারি? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উক্তি করেন। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন, এই সনদ সহীহ । কেউ আবার এতে ক্ৰটি আছে বলে মন্তব্য করলেও তাতে কোন ক্ষতি নেই, কেননা হাদীসটির কয়েকটি শাহেদ (সমর্থক) হাদীস রয়েছে।
❖ জাহান্নামের অধিকাংশ অধিবাসী কারা হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ মেয়ে মানুষ। এ বিষয়ে ব্যাখ্যা হচ্ছে, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা বা নারী বা মেয়ে মানুষ। আমাদের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এই কথাটি আমরা যেন বেশীরভাগ ক্ষেত্রেই ভুলে যাই। ইমানদারদের জন্য দুনিয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমলের জায়গা, ভোগবিলাসের জায়গা নয়। আর যারা আল্লাহকে ভুলে ভোগবিলাসে ব্যস্ত তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সহীহ হাদিসে জাহান্নামের বর্ণনা এসেছে এভাবে - আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম বলেছেনঃ ঐদিন (হাশরের দিন) জাহান্নামকে এভাবে হাযির করা হবে যে এর সত্তুর হাজার লাগাম হবে। প্রত্যেক লাগামের সাথে সত্তুর হাজার ফেরেশতা তাকে টেনে নিয়ে যাবে। [সহীহ মুসলিম, অষ্টম খণ্ড, অধ্যায়-৫৩, হাদীস নং- ৬৯৬৮]
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের (ব্যবহৃত) আগুন জাহান্নামের আগুনের সত্তুর ভাগের একভাগ মাত্র। বলা হল, 'ইয়া রাসূলাল্লাহ! জাহান্নামীদের শাস্তির জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল।' তিনি বললেন, 'দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরো ঊনসত্তুর গুন বাড়িয়ে দেয়া হয়েছে, প্রত্যেক অংশে তার সমপরিমান উত্তাপ রয়েছে। [সহীহ বুখারী, হাদিস নং- ৩০৩৭] ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন, 'আমি জান্নাতের অধিবাসী সম্পর্কে অবহিত হয়েছি। আমি জানতে পারলাম, জান্নাতে অধিকাংশ অধিবাসী হবে গরীব লোক। জাহান্নামীদের সম্পর্কে অবহিত হয়েছি, আমি জানতে পারলাম, এর অধিকাংশ অধিবাসী মহিলা বা নারী বা মেয়ে মানুষ। [সহীহ বুখারী,হাদিস নং- ৩০১৪] সুতরাং হে মুসলিম নারী, সময় থাকতে এখনো পরিপূর্ণ পর্দার সর্ত মেনে পর্দা করুন। ফেসবুকে নিজের ছবি আপলোড করাটা একটা জঘন্য রকমের বেপর্দার কাজ। সুতরাং সকল ক্ষেত্রে, সকল স্থানে পরিপূর্ণ পর্দার সর্ত মেনে পর্দা করুন। বেপর্দা বেহায়াপনা করে, অশ্লীলতা ছড়িয়ে নিজেকে জাহান্নামের কীট বানাবেন না। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দাণ করুন। আমিন...।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন