জাহান্নামের অধিকাংশ অধিবাসী কারা হবে?
❖ জাহান্নামের অধিকাংশ অধিবাসী কারা হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ মেয়ে মানুষ। এ বিষয়ে ব্যাখ্যা হচ্ছে, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা বা নারী বা মেয়ে মানুষ। আমাদের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এই কথাটি আমরা যেন বেশীরভাগ ক্ষেত্রেই ভুলে যাই। ইমানদারদের জন্য দুনিয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমলের জায়গা, ভোগবিলাসের জায়গা নয়। আর যারা আল্লাহকে ভুলে ভোগবিলাসে ব্যস্ত তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সহীহ হাদিসে জাহান্নামের বর্ণনা এসেছে এভাবে - আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম বলেছেনঃ ঐদিন (হাশরের দিন) জাহান্নামকে এভাবে হাযির করা হবে যে এর সত্তুর হাজার লাগাম হবে। প্রত্যেক লাগামের সাথে সত্তুর হাজার ফেরেশতা তাকে টেনে নিয়ে যাবে। [সহীহ মুসলিম, অষ্টম খণ্ড, অধ্যায়-৫৩, হাদীস নং- ৬৯৬৮] আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের (ব্যবহৃত) আগুন জাহান্নামের আগুনের সত্তুর ভাগের একভাগ মাত্র। বলা হল, 'ইয়া রাসূলাল্লাহ! জাহান্নামীদের শাস্তির জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল।...