ফিরদাউসের উত্তরাধিকার যারা লাভ করবে
সুরাতুল মু'মিনিনে ফিরদাউসের উত্তরাধিকার যারা লাভ করবে তাদের দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি বর্ণনা করা হয়েছে তা হলো— وَ الَّذِیۡنَ هُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ - "আর যারা অনর্থক কথাকর্ম এড়িয়ে চলে।" আরবিতে اللغو মানে এমন কর্মকাণ্ড যা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কোনো উপকার তৈরী করে না এবং যা পারলৌকিক দৃষ্টিকোণ থেকেও কোনো উপকার তৈরী করে না। এটা সাধারণত কথাবার্তা কিন্তু অন্য কার্যক্রমও হতে পারে। যেমন, বসে বসে অযথা কথা বলে সময় নষ্ট করা। ঘণ্টার পর ঘণ্টা জিহ্বা চালাতে থাকলেন। যুবক বয়সে অযথা বকবক করাতে আপনি বেশ পটু থাকেন। বন্ধুদের সাথে রাত কাটাতে চলে গেলেন। "বুঝতে পারছি না কিভাবে রাতটা পার হয়ে গেল!" বন্ধুদের সাথে কথা বলতে কোনো সমস্যা নেই। কিন্তু সারাক্ষণ বকবক করা!! ফোনটা তুলেই — দোস্ত জানিস কি হয়েছে? ঐ লোকটা কি করেছে? — ও তাই নাকি? বল তো কি হয়েছে। এভাবে শুরু হয়ে গেলো। ঘণ্টার পর ঘণ্টা। এই মানুষগুলো যারা আল্লাহর সাথে কথা বলার একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে, তারা কথার মূল্য বুঝতে পারে। তারা বুঝতে পারে আমাদের জিহ্বা ব্যবহার করতে পারার সামর্থ্যটা যে কত বড় একটি ব্যাপার! অন্য প্রাণীদের তো এই সামর্থ্য নেই। (আল্লাহ নিজেই এ ব্যাপারটি কুরআনে তুলে ধরেছেন। তিনি সুরাতুর রাহমানে বলেন— عَلَّمَهُ الۡبَیَانَ - তিনিই মানুষকে ভাষা শিখিয়েছেন।) তাই, মুমিনরা ইচ্ছে করেই অর্থহীন কথাবার্তা এড়িয়ে চলে। তারা এমনকি বসে বসে অন্যদের অর্থহীন বকবকও শুনে না। তারা এ'রাদ করে অর্থাৎ তারা এদেরকে পাশ কাটিয়ে চলে। তারা এদের উপেক্ষা করে। তারা এমন পরিস্থিতি বর্জন করে চলে। আরবি اللغ দ্বারা কার্যক্রমও বুঝায় যা কোনো ধরণের উপকার তৈরি করে না। আপনি হয়ত সবসময় এগুলো থেকে বিরত থাকতে পারবেন না। কিন্তু এরকম নির্দিষ্ট কিছু কার্যক্রম আপনাকে শনাক্ত করতে হবে যা 'লাগউ' এর সহজ উদাহরণ হতে পারে। কোনো ভিডিও গেইমের প্রতিটি লেভেলে সর্বোচ্চ স্কোর করতে না পারলে যদি আপনার রাতে ঘুম না আসে তাহলে আপনার 'লাগউ' এর সমস্যা আছে। গেইমটা আপনাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছে। যেমন, মানুষ ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে অপেক্ষা করছে। পাঁচটা মিনিট সময়ও ভিডিও গেইম খেলা ছাড়া ব্যয় করতে পারে না। গাড়ির পেছনে বসে বসেও মানুষ একই কাজ করে। যেকোনো কিছুর জন্য অপেক্ষা করার সময় এ কাজ করে তারা। যেকোনো ফ্রি সময় পেলেই তা এ কাজে ব্যয় করে। একজন ঈমানদার তার যেকোনো ফ্রি সময় কোন কাজে ব্যয় করার কথা? আল্লাহর জিকিরে। সময়টা ব্যয়িত হওয়ার উচিত আমাদের আখিরাত গড়ার কাজে। আর দুঃখজনকভাবে আমাদের ফ্রি সময়গুলো মোবাইল ফোনের পেছনে চলে যাচ্ছে। এভাবে ভিডিও গেইমের আসক্তি নিয়ে যদি নামাজ পড়তে যান তখন নামাজেও হয়তো মনে মনে গেইম খেলছেন। নামাজে খুশু তৈরি হচ্ছে না। যদি দেখেন যে আপনি প্রচুর পরিমাণে কথা বলেন, তখন হয়তো লক্ষ্য করেছেন আপনার নামাজে কোনো খুশু নেই। একটির ফলশ্রুতিতে দ্বিতীয়টি ঘটে। আর দ্বিতীয়টি প্রথমটির প্রমাণ। যদি কথা কম বলেন তাহলে চিন্তা করার সময় পাবেন। নামাজে খুশু তৈরি হবে। আর নামাজের বাহিরে নিজের জন্য চিন্তা করার সময় পাবেন এবং এভাবে আপনি একজন চিন্তাশীল মানুষে পরিণত হবেন। —নোমান আলী খানের আলোচনা অবলম্বনে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন