ফ্রি সময় নিয়ে লড়াই
ফ্রি সময় নিয়ে লড়াই ------------- দিনশেষে পাপ কাজগুলো আপনার সময়ের অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। প্র্যাকটিক্যাল্লি বলতে গেলে, সময়ের অপব্যবহারই শেষ পর্যন্ত পাপ কাজে পরিনত হয়। যখন অবসর পান তখন কী করে সময় পার করেন? যখন ফ্রী থাকেন সে সময়ে কী করেন? আল্লাহ আপনার জীবনে সহজ সময় আনবেন কি না তা নির্ভর করে অবসর সময়ে আপনি কী করেন তার উপর। অবসর সময়ের কর্মকান্ড তা নির্ধারণ করবে। তাই নিজের প্রতি সৎ থেকে আমাদের প্রশ্ন করতে হবে, অবসর পেলে আমরা কী করি? আর আমাদের ছেলেমেয়েদের কিভাবে অবসর কাটাতে শেখাই? যখনই তারা একটু ফ্রী সময় পায় ভিডিও গেইম খেলা শুরু করে, যখনই তারা একটু ফ্রী সময় পায় টিভি ছেড়ে দেয়। আমরা উপকারী কিছু করছি না। আমরা প্রোডাক্টিভ কিছু করছি না। একটু সময় পেলেই আমরা স্বার্থপর বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি, স্বার্থপর ভোগ-বিলাসে যুক্ত হয়ে পড়ি। মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে, দুপুরে কী খাবো? রাতে কী খাবো? কোন সিনেমাটা দেখবো? কিছু দেখতে চাও? কিছু খেলতে চাও? দিন-রাত সারাক্ষণ শুধু বিনোদন, ভোগবিলাস আর অর্থহীন রঙ্গ রসে ডুবে থাকা। আমাদের জীবন এমনই হয়ে গিয়েছে। কিভাবে এটা 'ফানসাব'? এটা 'ফানসাব' নয়। আল্লাহর এই নির্দেশ ''ফা ইজা ফারাগতা ফানসাব (অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।)" কোথায় গেলো? কোনো ব্যক্তি যদি এভাবে আমোদপ্রমোদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন কি হবে জানেন? এগুলো তার দুনিয়ার জীবনকে আরো কঠিন করে তুলবে। আর দুনিয়াতে সময় নষ্ট করার কারণে রোজ হাশরের দিন তাদের আফসুসের আর অন্ত থাকবে না। আল্লাহ স্বয়ং আমাদের কুরআনে বলেছেন- اَوَ لَمۡ نُعَمِّرۡکُمۡ مَّا یَتَذَکَّرُ فِیۡهِ مَنۡ تَذَکَّرَ - "আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি (সময় দেইনি) যে, তখন কেউ নসীহত গ্রহণ করতে চাইলে নসীহত গ্রহণ করতে পারতে?" (৩৫:৩৭) এটি বিস্ময়কর একটি আয়াত। খেয়াল করুন তিনি কী বলছেন। আমি কি তোমাদের যথেষ্ট সময় প্রদান করিনি যে, যদি তোমরা সুযোগ গ্রহণ করতে চাইতে সুযোগ গ্রহণ করতে পারতে? ভালো ভালো আমল করতে পারতে। পরকালের পাথেয় সংগ্রহ করতে পারতে। এ কারণে যারা এ সুযোগ কাজে লাগায়নি তাদের নিকট সমগ্র জীবনটি একটি মিলি সেকেন্ডের মত মনে হবে। এ নিয়ে কুরআনে কত যে আয়াত আছে। সূরা আন-নাজিয়াতে আল্লাহ বলেন- کَاَنَّهُمۡ یَوۡمَ یَرَوۡنَهَا لَمۡ یَلۡبَثُوۡۤا اِلَّا عَشِیَّۃً اَوۡ ضُحٰهَا - "যেদিন তারা তা দেখবে (শেষ বিচার) সেদিন তাদের মনে হবে, যেন তারা (পৃথিবীতে) এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি।" ৭৯:৪৬ ফেরেশতারা অনেক মানুষের আমলনামার দিকে তাকাবে। দেখবে যে তারা কিছুই অর্জন করতে পারেনি। তাদের নেক আমলের অংশ একেবারেই শূন্য। তখন তারা অবাক হয়ে জিজ্ঞেস করবে- তোমরা কত বছর পৃথিবীতে অবস্থান করেছিলে? তারা তখন বলবে- قَالُوۡا لَبِثۡنَا یَوۡمًا اَوۡ بَعۡضَ یَوۡمٍ - "আমরা একদিন বা এক দিনের কিছু অংশ অবস্থান করেছি।" এরপর তারা নিজেদের দাবিতে ঔদ্ধত্য দেখিয়ে বলবে-"(যদি বিশ্বাস না হয়) যান যারা হিসাব রাখতো তাদের জিজ্ঞেস করুন।" আমরা নিশ্চিত আল্লাহ আমাদের শুধু একদিন বাঁচতে দিয়েছেন। কারণ, আমার ভালো আমল বলে কিছু নেই। আমি কিছুই অর্জন করিনি। কিভাবে আমি হিসাবের দিনের কথা, বেহেশত দোজখের কথা জানা সত্ত্বেও কোনো প্রস্তুতি গ্রহণ করিনি? এটা অসম্ভব। তাই, আমি নিশ্চিত আমি পৃথিবীতে একদিন বা এক দিনের কিছু অংশ অবস্থান করেছি মাত্র। আমি সময় পাইনি। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের রাসূল (স)কে বলেন- فَإِذَا فَرَغْتَ فَانصَبْ - অর্থঃ "অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।" খুবই শক্তিশালী বাক্য। যখন দাওয়ার কাজ থেকে অবসর পান, তখন নিজেকে ইবাদাতের কঠোর পরিশ্রমে নিয়োজিত করুন। ইবাদাত থেকে অবসর পাওয়ার পর দাওয়ার কাজে আত্মনিয়োগ করুন। রাসূলুল্লাহ (স)কে বলা হচ্ছে এক কাজ থেকে অবসর পাওয়ার পর অন্য কাজে নিজেকে ব্যস্ত করে ফেলুন। এভাবে সৎ কাজে ব্যস্ত থেকে জীবন অতিবাহিত করলে আল্লাহর কাছে কী পাবেন? যখন জান্নাতে যাবেন বাগান পাবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেখানে পাবেন নাঈম। যে নাইম শব্দটি এসেছে নৌওমা শব্দ থেকে। যার মানে হচ্ছে নরম এবং বিশ্রাম। আপনি এখন নাইমে আছেন। এখন যেদিকে মন চায় সেদিকে ঘুরে বেড়াচ্ছেন। রিলাক্স করছেন। কোনো কিছু নিয়ে চিন্তা করার কিছু নেই। শুধুই বিশ্রাম। শুধুই রিল্যাক্স। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন দলে থাকবেন। এখন রিলাক্স করতে পারেন। অথবা পরবর্তীতে রিলাক্স করতে পারেন। এখন দুনিয়ার সাময়িক আনন্দের মাঝে যদি নিজেকে ডুবিয়ে রাখেন তাহলে পরকালে মহা বিপদে পড়বেন। আর যদি এখন একটু বেশি সতর্ক এবং বেশি নিজেকে রক্ষা করে চলতে পারেন, উত্তম কাজে নিজেকে ব্যস্ত রাখেন তাহলে পরবর্তীতে অনন্তকালের জন্য রিলাক্স করতে পারবেন। আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তই আমাকে এবং আপনাকে নিতে হবে। -- উস্তাদ নোমান এবং শায়েখ ইয়াসির কাদির আলোচনা অবলম্বনে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন