কদর হলো আল্লাহর গোপন বিষয়

 


কদর বা predestination আমরা কোনোদিন সম্পূর্ণরূপে বুঝতে পারবো না। এটা মানবীয় বুদ্ধির বাহিরের বিষয়। কারণ এর সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ক্ষমতার সাথে। আর আমরা আল্লাহর ক্ষমতা বুঝতে পারবো না। এর সম্পর্ক আল্লাহর জ্ঞানের সাথে। আর আমরা আমাদের সীমিত মস্তিষ্ক দিয়ে আল্লাহর সীমাহীন জ্ঞান বুঝতে পারবো না।

এরকম অনুমান করাটা অহংকারমূলক যে, আমরা আমাদের তুচ্ছ এবং অতি ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আল্লাহর মহিমা এবং জ্ঞান বুঝতে পারবো। এ জন্য ইবেন আব্বাস (রা) বলেন—কদর হলো আল্লাহর গোপন বিষয়। যে কেউ আল্লাহর গোপন বিষয়ে অনুসন্ধান চালাবে এবং তার তালা খুলতে চাইবে সে শেষমেষ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে অস্বীকার করে বসবে। আপনি কোনদিন ভাগ্যের ধারণাটা পুরোপুরি বুঝতে পারবেন না। আপনি প্রথম ব্যক্তি না, এর আগেও অসংখ্য মানুষ এই একই প্রশ্ন করেছে যে, সবকিছু যদি পূর্ব নির্ধারিত হয় তাহলে আমার কি কিছু করার দরকার আছে? মনোযোগ দিয়ে শুনুন। বুখারী শরীফে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করল—ইয়া রাসূলাল্লাহ! আমি যা কিছু করি তা কি আল্লাহ পূর্বেই লিখে রেখেছেন? আর আমি তা শুধু করছি। নাকি এগুলো আমি স্বতঃস্ফূর্তভাবে করি? নবী সাঃ উত্তরে বললেন— না, এগুলো আল্লাহ পূর্ব নির্ধারণ করে রেখেছেন এবং তুমি তা করছ। (এগুলো সব কদর। তুমি যা কিছু করছ তা সব আগে থেকে নির্ধারিত করা আছে।) তখন লোকটিও একই প্রশ্ন করল যা আমি আপনি করি। উনি প্রশ্ন করলেন, তাহলে আমার কি কিছু করার দরকার আছে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন দার্শনিক মারপ্যাচে যাননি। কারণ দার্শনিক জবাব দিলে আমরা বুঝতে পারতাম না। কারণ ব্যাপারটা আমাদের সীমিত বুদ্ধির উপলব্ধির বাইরে। তাই তিনি খুব সহজভাবে বললেন—"তোমার কাজ তুমি করতে থাকো। আল্লাহ যা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন তোমার কর্ম তোমাকে সেদিকে নিয়ে যাবে।" কারন তুমি তো ভবিষ্যৎ জানো না। এজন্য তোমাকে তোমার প্ল্যান সাজাতে হবে, প্রস্তুতি নিতে হবে, বাস্তবায়ন করতে হবে। তোমার যা যা করার কথা তুমি তা করো এবং এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল কর। —শাইখ ইয়াসির কাদি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে