মর্মপীড়া থেকে উত্তরণের জন্য

চরম দুঃখ-দুর্দশার সময় মানসিক যন্ত্রণা লাঘব করার জন্য, দুশ্চিন্তা মোকাবেলায় সহায়তা করার জন্য, মর্মপীড়া থেকে উত্তরণের জন্য ইসলাম আমাদেরকে অনেকগুলো রাস্তা শিখিয়ে দেয়। তার মধ্যে একটি হলো—আশ-শাকওয়া ইলাল্লাহ। অর্থাৎ চরম দুঃখ দুর্দশার সময় আল্লাহর নিকট অভিযোগ করা। আমরা এটা কুরআন থেকে জেনেছি। ইয়াক্বুব (আ) কী বলেছিলেন ? قَالَ إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللهِ - ক্বলা ইন্নামা আশকু বাছছি ওয়াহুযনি ইলাল্লাহ। তোমাদের কাছে আমি অভিযোগ করছি না, আমি অভিযোগ করছি আল্লাহর কাছে। নবী আইয়্যুব কী বলেছিলেন ? إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ - ইয নাদা রব্বাহু আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রহীমিন। “হে প্রভু, আমি যন্ত্রণার মধ্যে রয়েছি”। নবী মূসা কী বলেছিলেন ? হে প্রভু, আমি ফকীর। رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ - রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা মিন খইরিন ফাক্বীর। “হে প্রভু, আমি ফকীর, আমি আপনার মুখাপেক্ষী”। নবী যাকারিয়া কী বলেছিলেন ? وَاشْتَعَلَ ٱلرَّأْسُ شَيْبٗا وَلَمْ أَكُنْ بِدُعَآئِكَ رَبِّ شَقِيّٗا - ওয়াশতা’আলার রঅসু শাইবা, ওয়ালাম আকুম বিদু’আইকা রব্বি শাক্বিয়্যা। إِنِّي وَهَنَ الْعَظْمُ - ইন্নি ওয়াহানাল ‘আযমু। “হে প্রভু, আমার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, আমার চুলগুলো শুভ্রবর্ণ ধারণ করেছে, হে প্রভু, আমার আদর্শ অব্যাহত রাখার জন্য একজন উত্তরাধিকারী প্রয়োজন”। আল্লাহর নিকট অভিযোগ করা। আল্লাহর নিকট অভিযোগ করা মূলত কি ? হাদিসে তায়েফের ঘটনা সম্পর্কে এসেছে। এই বিষয়ে আমি একট খুতবা প্রদান করেছিলাম। অনলাইনে খুতবাটি পাবেন। তায়েফের ঘটনায় উল্লেখিত দোয়াটি — اَللّهُمَّ إلَيْكَ أَشْكُوْ - আল্লাহুম্মা ইলাইকা আশকু.... যা ‘দোয়ায়ে মুস্তাদয়িফিন’ (অসহায় মানুষের দোয়া) নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দোয়ায় বলেন, ‘হে আল্লাহ, আমি আপনার কাছেই ফরিয়াদ জানাই আমার দুর্বলতার, আমার নিঃস্বতার এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার। আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। অসহায় ও দুর্বলদের প্রতিপালক তো আপনিই! আমার প্রতিপালকও আপনি। আপনি কার হাতে আমাকে সোপর্দ করেছেন। আপনি কি আমাকে দূরের এমন অচেনা কারও হাতে ন্যস্ত করছেন, যে আমার সাথে কঠোর ব্যবহার করবে? নাকি কোন শত্রুর হাতে সোপর্দ করছেন, যাকে আপনি আমার বিষয়ের মালিক করে দিয়েছেন? আপনি যদি আমার ওপর অসন্তুষ্ট না হন তবে এর পরও আমি কোনো কিছুর পরোয়া করি না। তবে আপনার পক্ষ থেকে নিরাপত্তা ও আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত। হে আল্লাহ, আমি আপনার সত্তার নূরের আশ্রয় প্রার্থী, যা দিয়ে সমগ্র আঁধার আলোকিত হয়ে যায় এবং দ্বিন ও দুনিয়ার সব কিছু পরিশুদ্ধ হয়ে যায়। আপনি আমার ওপর কি অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রোধান্বিত হবেন যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি। সব শক্তি ও ক্ষমতা শুধু আপনারই। আপনার শক্তি ছাড়া কোনো শক্তি নেই।’ আল্লাহর নিকট অভিযোগ জ্ঞাপন। প্রসঙ্গক্রমে, দোয়ার যথাযথ শব্দপ্রয়োগের প্রতি সচেতন থাকুন। অনেক সময় সামান্য পরিবর্তনে কুফরী এবং ইমানের মতো তারতম্য ঘটে যেতে পারে। যেমন, আল্লাহ সম্পর্কে অভিযোগ করা হলো কুফরী। আর আল্লাহর নিকট অভিযোগ করা হলো ইমান। দোয়ার শব্দ প্রয়োগটি যথাযথভাবে করবেন। আল্লাহ সম্পর্কে অভিযোগ করা, নাউযুবিল্লাহ, এটা কুফরী। আর আল্লাহর নিকট অভিযোগ করা হলো ইমান। আল্লাহর নিকট অভিযোগ করাটা কি ? সরল ভাষায় এটা দিয়ে বুঝায় — “হে প্রভু, আপনি তো দেখছেন, জীবন কতো কঠিন হয়ে গিয়েছে। হে প্রভু, আপনার রহমত ছাড়া এই পরিস্থিতি আমার সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে। হে প্রভু, আপনার সাহায্য আমার প্রয়োজন। হে প্রভু, আমার অর্থনৈতিক অবস্থা, হে প্রভু, আমার দাম্পত্য জীবন, হে প্রভু, আমার সন্তানেরা... সেটা যা-ই হোক না কেনো, আপনি আল্লাহর নিকট অভিযোগ করবেন। “হে প্রভু, আপনার রহমাহ আমার প্রয়োজন। আপনি দেখছেন যে পরিস্থিতি কতোটা খারাপ। আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না”। এটাই আল্লাহর নিকট অভিযোগ। এটাও এক প্রকারের দোয়া। —ডক্টর ইয়াসির কাদের আলোচনা থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন