বুখারি শরীফের সবচেয়ে দরকারি হাদিসগুলো বাংলাতে পাবেন এইখানে ।
বুখারি শরীফের সবচেয়ে দরকারি হাদিসগুলো বাংলাতে পাবেন এইখানে ।
***
***
সাঈদ ইবনু যায়েদ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহাত যমীন দখল করেছে, নিশ্চয়ই ক্বিয়ামতের দিন অনুরূপ সাতটি যমীন তার কাঁধে ঝুলিয়ে দেয়া হবে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৯৩৮)।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন