জাহান্নামের ভয়াবহ শাস্থি।

জাহান্নামের ভয়াবহ শাস্থি।The Gates of Hell – Turkmenistan - Atlas Obscura

Mushahid Ali12

শরীয়তের ভাষায় আছে " আল ঈমানু বাইনাল খাউফে ওয়ার রাজা" । ঈমান হচ্ছে ভয় এবং আশার মধ্যে। ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর ভয় ,জাহান্নামের ভয় এবং আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের আশা পোষণ করা। এ উভয়টি বিষয় কে সাথে নিয়ে যে বিশ্বাস আবর্তিত হয়, তাই হচ্ছে ইসলাম। তাই জাহান্নামের ভয়াবহ পরিনাম সম্পর্কে সম্যক ধারণা ও ভয় একজন মু' মিন ব্যক্তিকে মোত্তাকী রূপে গড়ে তোলার নিয়ামক। 
আল্লাহ পাক ঘোষণা করেন -" ওয়াল্লাজিনা কাফারু ওয়া কাজ্জাবু বি আয়াতিনা উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন"। অর্থাৎ যারা অবিশ্বাস করে এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেথায় তারা চির স্থায়ী ভাবে বসবাস করবে। 
জাহান্নামের আগুনের অধিবাসীদের ব্যপারে সুরা হজ্জ্বের ১৯--২২ নং আয়াতে বলা হয়েছে-- " যারা কুফরী করেছে তাদের জন্য আগুনের পোষাক প্রস্তুত করা হয়েছে ।তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে । ফলে তাদের পেঠে যা আছে তা এবং তাদের চামড়া গলে যাবে এবং তাদের জন্য রয়েছে লোহার গুর্জসমূহ।  যখন ই যন্ত্রনায় অতিষ্ট হয়ে সেখান হতে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ঠেলে দেয়া হবে, এবং বলা হবে আস্বাদন করতে থাক দহন যন্ত্রণা।
জাহান্নামের আগুনের তীব্রতার ব্যপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান --" হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত ,নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর প্রজ্জ্বলিত করার পর তা লাল হয়ে গেছে। ঐ লাল আগুনকে আরো একহাজার বছর দহনের পর তা শুভ্র বর্ণ হয়ে গেছে । ঐ শুভ্র আগুনকে আরো এক হাজার বছর দাহ করার পর তা কালো হয়ে গেছে । যা ঘন কালো এবং তীব্র অন্ধকার । (তিরমিযি ও মিশকাত )
মুসনাদে আহমদের এক হাদীছে মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমাদের দুনিয়ার এ আগুন থেকে জাহান্নামের আগুণের তীব্র দাহনের ক্ষমতা সত্তর গুণ বেশী। 
প্রিয় নবীজি অপর এক হাদীছে জানান দেন যে " জাহান্নাম বাসীদেরকে যে ' পুজ' পান করার জন্য দেয়া হবে তার এক বালতি যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয় তাহলে গোটা দুনিয়াবাসী দুর্গন্ধে মারা যাবে। (মিশকাত ২/৫০৩)  আল ইয়াজু বিল্লাহ। 
আল্লাহ আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। 
 source--
http://imam.gov.bd/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে