তিনটি জিনিস

তিনটি জিনিস 


Mohammad Solyman Kaseme

তিনটি জিনিস পেরেশানিতে রাখে

১. হিংসা।
২. অভাব।
৩. সন্দেহ। 

তিনটি জিনিস সম্মান নষ্ট করে

১. চুরি।
২. চোগলখোরী।
৩.মিথ্যা। 

তিনটি জিনিস ফিরিয়ে অানা যায় না

১. বন্দুকের গুলি।
২. কথা।
৩. রূহ। 

তিনটি জিনিস জীবনে একবার অাসে

১. মাতা-পিতা।
২. সৌন্দর্য্য।
৩. যৌবন। 

তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়

১. নদীর পাড়ের বাড়ী।
২. ব্রেক ছাড়া গাড়ী।
৩. পর্দা ছাড়া নারী। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিরিলিসের আরতুগ্রুলের সকল পর্ব কিভাবে দেখবেন?

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বই Pdf Download