সকল পাপের মূল অহংকার, লোভ ও হিংসা
সকল পাপের মূল অহংকার, লোভ ও হিংসা
Mohammad Solyman Kaseme
সকল পাপের মূল অহংকার, লোভ ও হিংসা
১। অহংকারঃ যা ইবলিশের পতন ঘটিয়েছিল।
২। লোভঃ যা জান্নাত থেকে আদম আঃ কে বের করে দিয়েছিল।
৩। হিংসাঃ যা আদম আঃ এর এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে প্রতিশোধ পরায়ান করে তুলেছিল।
যে ব্যক্তি এই তিনটি জিনিসের অনিষ্ঠ থেকে বেঁচে থাকতে পারবে সে যাবতীয় অনিষ্ঠ থেকে বেঁচে থাকতে পারবে। কেননা কুফরির মূল কারন হল “অহংকার”। অন্যায়ের মূল উৎস হল “লোভ” যুলুম এবং সীমালংঘনের মূল সূত্র হল "হিংসা"।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন