একই পশু দ্বারা কুরবানি ও আকিকা করা

একই পশু দ্বারা কুরবানি ও আকিকা করা

MD ABUL KASHEM

প্রথম কথা হলো যেকুরবানী ও আক্বীকা দুটোই সুন্নতে মোয়াক্কাদা । তবে দুটোর Functions সম্পূর্ণ ভিন্ন । একটি গরুর মধ্যে কুরবানী ও আক্বীকা দুটোরই একইসঙ্গে নিয়ত করা যেমন অযৌক্তিক ঠিক তেমনিভাবে এ জাতীয় আমল কোন ছহীহ হাদিস দ্বারা প্রমাণিত নয় । ফলে আলেম সমাজ একটি গরুতে এ দুটো কাজ একইসঙ্গে পালন করাকে বৈধ মনে করেন না ।
*** একটি সদ্য ভূমিষ্ট শিশুর জন্মের ৭ম দিন আক্বীকা করা সর্বোত্তম সুন্নত । ইহা ছহীহ হাদিস দ্বারা সাব্যস্ত । ১৫ দিনের মাথায় আক্বীকা করা দূর্বল হাদিস দ্বারা প্রমাণিত । আমাদের সমাজ গুলোতে গোটা বছরেরও আক্বীকা সম্পাদন না করে কুরবানীর দিনের জন্য সযত্নে রেখে দেয়া হয় !!! তাঁদেরকে কে বুঝাবে ??? আলেমগণ তো স্বয়ং নিজেরাই এ জাতীয় আমল করে থাকেন !!! এক/ দুই বছর পর বা সন্তান জন্মের ৩/৪ মাস পর আক্বীকা করা হলে তাদ্বারা আক্বীকা বিশুদ্ধ হওয়ার কোন সুযোগ নেই । ইহা নিষ্ক্রীয় । তবে মাংস খাওয়াটা হতে পারে সক্রিয় !!!
*** আপনার নবজাত শিশুর ৭ম দিনটি যদি কুরবানীর দিনেও হয়ে থাকে তখনো আলাদাভাবে আক্বীকা সম্পন্ন করা হলো সর্বাধিক উত্তম এবং বিতর্ক মুক্ত ।
*** আক্বীকার ক্ষেত্রে ভেড়া পূর্ণ এক বছর গরুর ক্ষেত্রে ৪ বছরে প্রবেশ করলে উটের ক্ষেত্রে ৬ বছরে প্রবেশ করলে আক্বীকা সঠিকভাবে আদায় হয়ে যাবে । তবে ল্যাংড়া অসুস্হ ও কান কাটা পশু দ্বারা আক্বীকা আদায় হবেনা ।
*** আক্বীকা ও কুরবানী দুটো একই পশুর মধ্যে বৈধ না হওয়ার আরেকটি কারণ হলো যেজবেহের সময় দুই ধরণের দোয়া পড়ে কুরবানী করার কোন বিধান আজ পর্যন্ত অবতীর্ণ হয়নি । অর্থাৎ এভাবে ভাষাটি ব্যবহার করা " হে আল্লাহ ! আমার ও আমার পরিবারের পক্ষ থেকে কুরবানী এবং আমার অমুক সন্তানের জন্য আক্বীকা কবুল করুন ।" এ জাতীয় কোন দোয়া হাদিস দ্বারা প্রমাণ করা যাবেনা । সুতরাং দুটোকে একইসঙ্গে না গুলিয়ে ফেলা চায় ।
*** আক্বীকার মাংসকে কুরবানীর ন্যায় তিন ভাগ করার কোন বিধান নেই । বরং বন্দ্বু/ বান্দ্বদের খাওয়ানোর কথা আছে মাত্র । আমাদের সমাজে এ বিষয়ে আরেকটি প্রথা চালু আছে যেআক্বীকার মাংস নাকি মা- বাবার জন্য খাওয়া বৈধ নয় !!! এসব ফতওয়ার মুফতি কোন জগত থেকে নাজিল হলো বুঝতে পারিনা ।
*** মোদ্দা কথা হলো যেকুরবানীর সংগে আক্বীকার সংমিশ্রণ না করাটাই উত্তম । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে