জাহান্নাম সম্পর্কে
জাহান্নাম সম্পর্কে কিছু লিখলাম। পবিত্র কুরআনুল কারীম থেকে :-
وَ اتَّقُوا النَّارَ الَّتِیْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَۚ
সেই আগুন থেকে দূরে থাকো, যা কাফেরদের জন্য তৈরী করা হয়েছে।(ইমরান:১৩১)৭২:
وَ مَنْ یَّعْصِ اللّٰهَ وَ رَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًاؕ
যারাই আল্লাহ ও তাঁর রসূলের কথা অমান্য করবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। এ ধরনের লোকেরা চিরকাল সেখানে থাকবে।(জ্বিন:২৩)
وَ مَا هُمْ بِخٰرِجِیْنَ مِنَ النَّارِ۠
তারা জাহান্নাম থেকে উদ্ধার হবে না (বাক্বারাহ:১৬৭)
اِنَّهٗ مَنْ یَّاْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَنَّمَؕ لَا یَمُوْتُ فِیْهَا وَ لَا یَحْیٰى
প্রকৃতপক্ষে৫০ যে ব্যক্তি অপরাধী হয়ে নিজের রবের সামনে হাযির হবে তার জন্য আছে জাহান্নাম, যার মধ্যে সে না জীবিত থাকবে, না মরবে। (ত্ব-হা:৭৪)
,
فَاتَّقُوا النَّارَ الَّتِیْ وَ قُوْدُهَا النَّاسُ وَ الْحِجَارَةُ ۚۖ اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ
তাহলে ভয় করো সেই আগুনকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর,যা তৈরি রাখা হয়েছে সত্য অস্বীকারকারীদের জন্য।(আল-বাক্বারাহ:২৪)
وَ اِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِیْنَ۫ۙ
এবং তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের শাস্তির অঙ্গীকার।”(আল-হিজর:৪৩,)
আমরা অনেকেই বলে থাকি,জাহান্নাম সাতটি মূলত জাহান্নাম সাতটি নয় জাহান্নাম একটি। জাহান্নামের দরজা সাতটি, আল্লাহ কুরআনে বলেন
لَهَا سَبْعَةُ اَبْوَابٍؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ۠
এ জাহান্নাম সাতটি দরজা বিশিষ্ট। প্রত্যেকটি দরজার জন্য তাদের মধ্য থেকে একটি অংশ নির্ধারিত করে দেয়া হয়েছে।(আল-হিজর:৪৪)
#সাত প্রকার জাহান্নাম :-
#جَهَنَّمَ
#الْجَحِیْمُ
#السَّعِیْرِ
#سَقَرَ
#الْحُطَمَةُؕ
#هَاوِیَةٌؕ
#لَظٰىۙ
#جَهَنَّمَ
وَ الَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَۚ
আর যারা কুফরী করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। (ফাতির:-৩৬),
اِنَّ اللّٰهَ جَامِعُ الْمُنٰفِقِیْنَ وَ الْكٰفِرِیْنَ فِیْ جَهَنَّمَ جَمِیْعَاۙ নিশ্চয়ই আল্লাহ সেই সমস্ত মুনাফিক ও কাফেরদেরকে জাহান্নামের একই জায়গায় একত্রিত করবেন। (নিসা:১৪০)
#الْجَحِیْمُ
নাযিআত:৩৬, وَ بُرِّزَتِ الْجَحِیْمُ لِمَنْ یَّرٰى
এবং প্রত্যেক দর্শনকারীর সামনে জাহান্নাম খুলে ধরা হবে,৭৯: আন-নাযিআত:৩৭,فَاَمَّا مَنْ طَغٰىۙ
তখন যে ব্যক্তি সীমালংঘন করেছিল৭৯: আন-নাযিআত:৩৮,وَ اٰثَرَ الْحَیٰوةَ الدُّنْیَاۙ
এবং দুনিয়ার জীবনকে বেশী ভালো মনে করে বেছে নিয়েছিল,৭৯: আন-নাযিআত:৩৯,
فَاِنَّ الْجَحِیْمَ هِیَ الْمَاْوٰىؕ
জাহান্নামই হবে তার ঠিকানা।
(ইনশাআল্লাহ বাকিটা আগামী পর্বে)
#আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েন আল্লাহুম্মা আমিন🤲
🖊হাফেজ. আল আমিন সিদ্দিকী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন