বন্ধু বাছাইয়ের সময় মনে রাখুন তিনটি বিষয়
♦বন্ধু বাছাইয়ের সময় মনে রাখুন তিনটি বিষয়♦
আপনি যদি আপনার জন্য কাউকে বন্ধু হিসেবে বাছাই করতে চান, তবে আপনি আবশ্যিকভাবে তার গুণাবলীর দিকে লক্ষ্য রাখবেন। আপনি আপনার বন্ধুর বন্ধুত্ব থেকে লাভবান হতে চাইলে তার মধ্যকার গুণের প্রতি লক্ষ্য করা প্রয়োজন। তিনটি গুণ লক্ষ্য করে আপনি একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে পারেন। 🔴১. জ্ঞান প্রথম লক্ষণীয় গুণটি হতে পারে তার জ্ঞান। একজন মূর্খ লোকের বন্ধুত্ব থেকে কোনো প্রকার উপকার নেই। একজন বুদ্ধিমান শত্রুও একজন বোকা বন্ধু থেকে উত্তম। 🔴২. উত্তম চরিত্র বন্ধুত্বের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে উত্তম চরিত্র। কখনোই এমন কারো সাথে বন্ধুত্ব করবেননা, যে তার ক্রোধকে দমন করতে পারেনা বা তার আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারেনা অথবা যে মিথ্যাবাদী বা দুনিয়ার প্রতি লোভী। 🔴৩. ন্যায়পরায়ণতা বন্ধুত্বের জন্য তৃতীয় গুণটি হলো ন্যায়পরায়ণতা। বড় বড় অন্যায়ে লিপ্ত কারো সাথে আপনি বন্ধুত্ব করতে যাবেননা। কেননা, এর ফলে আপনি তার অন্যায় দেখতে দেখতে অন্যায়কাজে অভ্যস্থ হয়ে পড়তে পারেন। আপনার বন্ধুদের মধ্যে উপরোক্ত গুণের প্রেক্ষিতে তাদেরকে আপনার সাহাচর্য প্রদান করতে পারেন। 🔵বন্ধু তিন প্রকার। যথা, ☞এক. প্রথম প্রকারের বন্ধুরা খাবারের মত, যাদের ছাড়া জীবন চলতে পারেনা। পরকালীন জীবনের জন্য তারা প্রয়োজনীয়; ধর্মীয় অনুশীলনে তাদের কাছ থেকে সহায়তা পাওয়া যেতে পারে। ☞দুই. দ্বিতীয় প্রকার বন্ধুরা ঔষধের সমতুল্য, যাদের সময়ে সময়ে প্রয়োজন হয়। পৃথিবীর জীবনের জন্য তারা প্রয়োজনীয়। তাদের উত্তম চরিত্র লক্ষ্য করে আপনি তাদের সাথে বন্ধুত্ব করতে পারেন। ☞তিন. তৃতীয় প্রকার বন্ধুরা রোগের সাথে তুলনীয়, যাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও আমরা তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ি। তাদের ত্রুটিগুলো থেকে শিক্ষা নিয়ে তাদের থেকে আপনি উপকৃত হতে পারেন। জেনে রাখবেন, আপনি আপনার বন্ধুত্ব রক্ষার জন্য বিশেষভাবে দায়িত্বশীল। তাদের বিপদে তাদের সহায়তা করে, তাদের সঙ্গ প্রদান করে এবং তাদের ত্রুটিকে ক্ষমা করে আপনি এই দায়িত্ব পালন করতে পারেন। আর আপনার বন্ধুর সাথে আপনি ঠিক সেভাবেই আচরণ করুন যেভাবে আপনি তার কাছ থেকে আপনার প্রতি আচরণ প্রত্যাশা করেন।
source-rose tv 24/youtube
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন