ইয়াওমাত তাগাবুন

 


কিয়ামতের দিনের একটি নাম হল, ইয়াওমাত তাগাবুন। ইয়াওমাত তাগাবুন অর্থ প্রতারিত হওয়ার দিন। শেষ বিচারের দিনকে কেন প্রতারিত হওয়ার দিন বলা হয় তার অনেকগুলো ব্যাখ্যা আমাদের স্কলাররা প্রদান করেছেন। তার মাঝে একটি হল নিম্নরূপঃ

ব্যাপারটা এমন যেন ব্যক্তি তার নিজেকেই ঠকালো, নিজেকেই প্রতারিত করল। অন্য কথায়, আপনার তো নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট বিক্রি করার কথা। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ - “আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয়।” (২:২০৭) তোমার তো নিজেকে বিক্রি করার কথা। মানে, তোমার কাজ-কর্ম, লেনদেন সব আল্লাহর বিধান অনুযায়ী হওয়ার কথা এবং এর বিনিময়ে জান্নাত ক্রয় করার কথা। হাদিসে এসেছে - أَلاَ إِنَّ سِلْعَةَ اللَّهِ غَالِيَةٌ أَلاَ إِنَّ سِلْعَةَ اللَّهِ الْجَنَّةُ - "জেনে রাখ, আল্লাহ তা'আলার পণ্য খুবই দামী। জেনে রাখ, আল্লাহ্ তা'আলার পণ্য হলো জান্নাত।" আমাদেরকে সেই জান্নাত ক্রয় করতে হবে। আল্লাহ বলেন - إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ - “নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন (এর বিনিময়ে) যে, তাদের জন্য রয়েছে জান্নাত।” (৯:১১১) তাহলে, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে আপনার কর্ম বিক্রি করবেন। আর অবশ্যই আমাদের বিক্রি করা আল্লাহর প্রয়োজন নেই। তিনি শুধু আমাদের প্রতি মহানুভবতা দেখাচ্ছেন। মূল প্রেরণা হল আপনার কাজগুলো বিক্রি করবেন আর বিনিময়ে জান্নাত লাভ করবেন। কিন্তু, তার কী পরিণতি হবে যে এই দুনিয়ার জন্য এই দুনিয়া বিক্রি করল? সে এই দুনিয়াও পেল না, এবং আখেরাতও পেল না। আর যদি সামান্য কিছু পায়ও এটা তো অল্প কিছু দিনের জন্য। আর পরকাল তো চিরস্থায়ী। তাই, ব্যাপারটা এমন যেন সে তার নিজেকেই প্রতারিত করল, নিজেকেই ঠকালো। -- শায়েক ইয়াসির কাদির আলোচনা অবলম্বনে।
source-nak in bangla/youtube

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে