আর-রহিম

 


আর-রহিম নামটি আল-কুরআনে ১১৪ বার এসেছে। এটি আল্লাহর প্রায়শ পুনরাবৃত্তি করা নামগুলোর অন্যতম, 'আল্লাহ' নামের পর। ১১৪ বার! আল্লাহ আর-রহিম নামটি উল্লেখ করেছেন। এই নামটি অনেকগুলো নামের সাথে যুক্ত হয়ে এসেছে। কিন্তু আর-রহিম সবচেয়ে বেশি যে দুইটি নামের সাথে যুক্ত হয়ে এসেছে তা হল আল-গাফুরুর-রহিম এবং আজিজুর-রহিম। কুরআনে আল্লাহর যত যুক্ত নাম এসেছে সবগুলোর মাঝে এই সংমিশ্রণ অর্থাৎ, গাফুরুর-রহিম এবং আজিজুর-রহিম সর্বাধিক ব্যবহৃত যুক্ত নাম।

আল্লাহর অধিকাংশ নাম কুরআনে যুগ্মভাবে এসেছে। যে দুইটি জোড়া কুরআনে সবচেয়ে বেশি বার এসেছে তা হল, আল-গাফুরুর রহিম এবং আল-আজিজুর রহিম। আমি যেমন আগে বলেছি - এভাবে দুইটি নাম একত্রে আসার পেছনে বিজ্ঞতা রয়েছে। কেন আল্লাহ অমুক দুইটি নাম একত্রে উল্লেখ করেছেন? আজিজ হল এমন একজন যিনি পরাক্রমশালী। আল্লাহ বলেছেন তিনি হলেন আল-আজিজ আর-রহিম। যার ক্ষমতা আছে এবং যিনি দয়াময়। এখান থেকে তৃতীয় কোন অর্থটি নির্গত হয়? আজিজুর রহিম একত্রে উল্লেখ করার মাধ্যমে আল্লাহ আমাদের জানাচ্ছেন - তাঁর দয়া দুর্বলতা থেকে আসছে না, এমন নয় যে তাঁর আর কোন পথ নেই বলে তিনি দয়া দেখাচ্ছেন। কারণ, সাধারণত অথবা কখনো কখনো মানুষ দয়া দেখায় দুর্বলতার কারণে। আপনি একজনের প্রতি দয়ালু কারণ আপনার তেমন কোন ক্ষমতা নেই। সাধারণত, ক্ষমতাশালীদের দয়া-মায়া থাকে না। সাধারণত, ক্ষমতা মানুষকে দুর্নীতিপরায়ণ করে ফেলে, সাধারণত, আপনি যত উপরে উঠবেন আপনার অন্তর তত বেশি শক্ত হয়ে যাবে। আর সময়ের শুরু থেকে গোটা সৃষ্টি জগতের মাঝে এটা আল্লাহর সুন্নাহ। إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً - “ রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে, তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে।” (27:34) আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন রাজা এবং রাজনৈতিক নেতারা সাধারণত দুর্নীতিপরায়ণ। তারা অনিষ্ট তৈরি করে। তাদের অন্তরে রাহমা থাকে না। কিন্তু, আল্লাহ বলছেন আমার রয়েছে চূড়ান্ত ক্ষমতা, আর আমার ক্ষমতা আমাকে দূষিত করেনি। তাই আমি সকল ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও করুণাময়। আমার দয়া দুর্বলতা থেকে আসে না, এটা আসে ক্ষমতা থেকে। তাহলে, আল্লাহ একই সাথে ক্ষমতাশালী এবং করুণাময়। তাঁর রয়েছে পরম ক্ষমতা এবং নিখুঁত রাহমা। আর তাই, আজিজুর রাহিম কুরআনে এত বেশি সংখ্যক বার এসেছে। -- শায়েখ ইয়াসির কাদি।/source -nak in bangla/youtube

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে