ছেলেদের কয়েকটি জঘন্য ভুল নাম-যেগুলোর অর্থ আপত্তিকর বা হাস্যকর -শাইখ আহমাদুল্লাহ

 

ছেলেদের কয়েকটি জঘন্য ভুল নাম-যেগুলোর অর্থ আপত্তিকর বা হাস্যকর -শাইখ আহমাদুল্লাহ



১) আব্দুন নবী (নবীর গোলাম) ২) আব্দুল আলী (যদি এখানে আলী বলতে খলিফা আলী রাঃ কে উদ্দেশ্য করা হয়, তাহলে নাজায়েয) ৩) কারামত আলী (আলীর কারামত- শিয়াদের আকীদা) ৪) রহমত আলী (আলীর রহমত) ৫) ফজলে আলী (আলীর দয়া) ৬) গাউসুল আজম (সবচেয়ে বড় সাহায্যকারী) ৭) নবী ৮) নূর নবী ৯) রাসূল আমিন ১০) রসুল উল্লাহ ১১) আব্দুস সোবহান (আব্দুন শব্দটা যোগ করতে হবে শুধু মাত্র আল্লাহর ৯৯ নামের আগে, সোবহান আল্লাহর নাম নয়। তাই এই নাম সঠিক না।) ১২) জিল্লুর রহমান (আল্লাহর ছায়া - অবান্তর কথা) ১৩) আবুল বাশার ( বাশার মানে মানুষ। আবুল মানে পিতা। অর্থাৎ, সমগ্র মানবজাতির পিতা। যা আদম আঃ এর ক্ষেত্রেই যায়) ১৪) সাহাবীদের নামের সাথে তাদের পদবী রাখা যাবেনা। যেমনঃ উমর ফারুক, আবু বকর সিদ্দিক, উসমান গনি। এগুলো ভুল নাম। শুধু উমর, আবু বকর বা উসমান রাখতে হবে। এক্ষেত্রে ফারুক, সিদ্দিক, গনি রাখা যাবেনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে