পাপ হয়ে যাওয়ার পর অনুশোচনার মোকাবিলা কীভাবে করবেন?

 পাপ হয়ে যাওয়ার পর অনুশোচনার মোকাবিলা কীভাবে করবেন?

—নোমান আলী খান

ঐ সমস্ত মানুষদের মত হবেন না, যারা কোনো পাপ কাজ করে ফেলে। তারপর বলে, "আমি এখন কিভাবে আল্লাহর নাম নিবো? আমি এতো বড় পাপী, আমার এখন আল্লাহর নাম নেয়া ঠিক হবে না। আল্লাহর নাম নেয়ার যোগ্যতা আমার নেই। কোন নষ্ট মুখে আমি এখন আল্লাহর নাম নিবো?" এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা। এই ধারণাগুলো শয়তান আপনাকে দিচ্ছে। একবার, একজন আমাকে জিজ্ঞেস করে— আল্লাহর নাম নেয়ার ভালো সময় কখন? আল্লাহকে স্মরণ করার উত্তম সময় কোনটি? আমি আপনাদের বলছি, আল্লাহকে স্মরণ করার খারাপ সময় বলে কিছু নেই। প্রশ্নটাই অবৈধ— যেন আল্লাহকে স্মরণ করা সময়ের সাথে নির্দিষ্ট। আল্লাহ বলেন, أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ - "তাদের প্রার্থনা কবুল করে নিই, যখন আমার কাছে প্রার্থনা করে।" (২:১৮৬) তিনি স্পেশাল কোনো সময়ের উল্লেখ করেননি। তিনি বলছেন আমি তোমার দুআর জবাব দিবো যখনি তুমি দুআ করবে। এটা তোমার সময়সূচিতে, আমার সময়সূচিতে নয়। এটা তিনি আমাদের উপর ছেড়ে দিয়েছেন। আপনি কি মুহসিন হতে চান? এটা হলো সেই আয়াত। বিশ্বাসের তিনটি পর্যায় রয়েছে। মুসলিম, মু'মিন এবং মুহসিন। আমি কিভাবে ইহসান ওয়ালা মানুষ হবো? আল্লাহ বলেন, "যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ মুহসিনদের ভালোবাসেন।" ঠিক এর পরের আয়াতে আল্লাহ্‌ বলেন, "তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে।" (৩:১৩৫) যখন খারাপ কিছু করে ফেলেন, সাথে সাথে ক্ষমা চাইতে হবে। খারাপ কিছু করে ফেলা এবং ক্ষমা চাওয়ার মাঝে কোনো শূন্যস্থান নেই। তৎক্ষণাৎ ক্ষমা চাইতে হবে। এখানে ওপেন লাইসেন্স দেওয়া হচ্ছে না। দুষ্ট বুদ্ধির কেউ ভাবতে পারে, "আল্লাহ্‌ বলছেন আমি প্রথমে পাপ করবো এবং তারপর ক্ষমা চাইবো। তাই, আমি আগে পাপ করবো এরপর ক্ষমা চেয়ে নিবো।" না। এটা করা যাবে না। আপনি পাপে জড়িয়ে পড়বেন, এটা ঘটবে। কিন্তু ইচ্ছে করে নয়। কেউ তো পাপ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় না। এটা ঘটবে, আপনি ভুল করবেন। আর যখনই পাপ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর দিকে ফিরতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এরপর আয়াতের শেষে আল্লাহ্‌ বলেন, "আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।" (৩:১৩৫)\
source-nak in bangla/youtube

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে