বিশ্বস্ততা
বিশ্বস্ততা
আব্দুল্লাহ শাকির
আমানত আরবি শব্দ। মানে বিশ্বস্ততা বা নিরাপত্তা। আমানত শব্দের বাংলা ভাষায়ও ব্যবহার আছে। সাধারণত কোনো ব্যক্তিকে বিশ্বস্ত মনে করে যা তার কাছে রাখা হয় তাকে আমানত বলে। বিশ্বস্ততা সবাই অর্জন করতে পারে না। স্বল্প উন্নত দেশগুলোতে দুর্নীতি একটি প্রধান সমস্যা। এটি মূলত এই বিশ্বস্ততার অভাবেই হয়ে থাকে। ক্ষমতার দর্পে কিছু লোক বিশ্বস্ততার শিক্ষার অভাবে সমাজকে অস্থিতিশীল করে তোলে। একটি সুন্দর ও সফল দেশ গঠনের জন্য বিশ্বস্ত মানুষের বড়ই প্রয়োজন। কেবল দেশ নয় জীবনের সর্বত্র বিশ্বস্ততা রক্ষা করে চলার প্রতি গুরুত্ব দিয়েছে ইসলাম। মহান আল্লাহ তাআলা এ বিষয়ে নির্দেশনা দিয়ে বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে প্রত্যর্পণ করতে। [সূরা নিসা : আয়াত ৫৮]
বাস্তবে কেউ যদি আমানতদার বা বিশ্বস্ত না হয় তার পক্ষে হকদারের কাছে যথাযথভাবে গচ্ছিত জিনিস পৌঁছানো সম্ভব নয়। এ জন্যই মক্কার বিধর্মীরাও মানবতার মুক্তিরদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল আমীন বা বিশ্বাসী উপাধি দিয়েছিল। এটা আত্মীয়তার বন্ধনের কারণে নয়, স্বজনপ্রীতি নয় প্রকৃতঅর্থেই তিনি গণমানুষের কাছে বিশ্বাসী হয়ে উঠেছিলেন। হিজরতের সময় তাঁর কাছে গচ্ছিত আমানত হযরত আলী রা.-এর কাছে রেখে গিয়েছিলেন।
যিনি মুমিন, তিনি হবেন আমানতদার। বিশ্বস্ত। এটা মুমিনের পরিচয়। সূরায়ে মুমিনুনে ঈমানদার ব্যক্তির গুণের বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ বলেন, ‘(তারা সফল) যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে।’ [সূরা মুমিনুন : আয়াত ০৮]
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়ে বলেন, ‘যার মধ্যে আমানতদারী নেই তার ঈমান নেই এবং যে প্রতিশ্রুতি রক্ষা করে না তার মধ্যে দীন নেই। [সুনানে বায়হাকী] বুখারী ও মুসলিমের এক বর্ণনায় পাওয়া যায়, যে আমানত খেয়ানত করে সে মুনাফেক।
একটি সুন্দর সমাজের জন্য, একটি আধুনিক উন্নত দেশ গঠনের জন্য, মানুষের ভেতরের হৃদ্যতা ফিরিয়ে আনার জন্য বিশ্বস্ততার চর্চা বাড়াতে হবে। বিশ্বস্ত মানুষ গঠনে অগ্রসর ভূমিকা রাখতে হবে। তাহলে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে পারবো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন