নামাজ প্রতিষ্ঠা বলতে আসলে কী বোঝায়?
নামাজ প্রতিষ্ঠা বলতে আসলে কী বোঝায়?
—নোমান আলী খান লোকমান (আ) এবং তার ছেলের মাঝে কথোপকথনের এটা হলো আসল অংশ। লোকমান তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া! আমার প্রিয় ছেলে, আমার আদরের ছেলে, নামাজ প্রতিষ্ঠা করো। সবাই এটার সাধারণ অনুবাদ করে— নামাজ প্রতিষ্ঠা করো। চলুন, আগে ইকামাহ শব্দটি নিয়ে কিছু কথা বলি। আরবি ইকামাহ শব্দটি এসেছে 'কিয়াম' থেকে। কিয়াম অর্থ, দাঁড়ানো। যখন ইকামাহ বলি...ইকামাহ আরবি ব্যাকরণের 'ইফআল' ওজনে নির্গত হয়েছে। এর ফলে অর্থ হয়, কোনো কিছুকে দাঁড় করানো। কেউ যদি একটা টাওয়ার নির্মাণ করে— ইটগুলোকে তারা একটার উপর অন্যটা বসিয়ে টাওয়ার নির্মাণ করে। এটাকে বলা যায় বিল্ডিংয়ের ইকামাহ। এটাকে তারা দাঁড় করালো, উত্তোলন করলো। ইকামাতুস সালাহ ...আমরা সবসময় বলে আসছি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজ প্রতিষ্ঠা বলতে আসলে কী বোঝায়? এক দৃষ্টিতে এটাকে মনে করতে পারেন— নামাজের প্রতিরক্ষা করা। নিশ্চিত করো যে নামাজ তার জায়গায় ঠিকঠাক আছে। যখন কোনো কিছুর ইকামাহ করেন, পিলার বা খুঁটি মাটিতে পুঁতে নিশ্চিত করেন যে ঘরটা যেন হেলে না যায়। এর অবস্থান বহাল রাখার জন্য আপনি সচেষ্ট থাকেন। সুতরাং, আপনি নামাজের মান অক্ষুণ্ণ রাখলেন এবং এর প্রতিরক্ষা করলেন। ইকামাতুস সালাহ অর্থের মাঝে এগুলোও অন্তর্ভুক্ত। আল্লাহ শুধু বলেননি নামাজ পড়ো। বাবা তার সন্তানকে বলেননি নামাজ পড়ো। তিনি বলছেন, নামাজের সংরক্ষণ করো। নামাজের সুরক্ষা নিশ্চিত করো। জানেন? এর দ্বারা কী বোঝায়? নামাজ এমন কিছু যা সহজে নষ্ট হয়ে যেতে পারে। কারণ, কোনোকিছু যখন কোমল প্রকৃতির হয় তা সহজে নষ্ট হয়ে যেতে পারে। তখন এর প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে, ভালোভাবে এর প্রতিপালন করতে হবে। ঠিক কোমল প্রকৃতির চারা গাছের মতো। অনেক চারাগাছ নিজে নিজে দাঁড়াতে পারে না। তখন আপনাকে একটি কাঠি মাটিতে পুঁতে গাছটিকে কাঠির সাথে বেঁধে দিতে হয়। এরপর বারবার চেক করতে হয়। কারণ, জোরে বাতাস এলে বা সূর্যের তাপ প্রখর হলে গাছের ক্ষতি হতে পারে। ঠিক গাছের বেড়ে উঠা নিশ্চিত করার জন্য আপনাকে যেভাবে যত্ন নিতে হয়, নামাজ ঠিকঠাক ভাবে আদায় করার জন্যেও আপনাকে সেরকম যত্নশীল হতে হবে। নামাজ এমন কিছু নয় যে, কোনোমতে শেষ করতে পারলেই হলো। আপনার যদি নামাজের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি এর প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্যেও সচেষ্ট থাকবেন।
source-nak in bangla/youtube
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন