আপনি সৎকর্মশীল হোন

 


অাপনি সৎকর্মশীল হোন 

আপনি যদি আপনার সন্তানদের সুন্দর ও সুখী জীবন চান, তা হলে আপনি নিজে সৎকর্মশীল হোন। আপনার অবর্তমানে সময়ে-অসময়ে আল্লাহই তাদের রক্ষণাবেক্ষণ করবেন। পবিত্র কুরআনের নিম্নোক্ত আয়াতাংশ তা-ই প্রমাণ করে:
وكان أبوهما صالحا
অর্থাৎ ‘তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ।’ সূরা কাহ্ফ:৮৩।
.
মুহাম্মদ ইবনু মুনকাদির রহ. বলেন, আল্লাহ তা‘আলা বান্দার সৎকর্মপরায়ণতার কারণে তার পরবর্তী সন্তান-সন্ততি, বংশধর ও প্রতিবেশীদের হেফাজত করেন।
-মাযহারী, সংক্ষিপ্ত তাফসিরে মাআরেফুল কুরআন, পৃষ্ঠা: ৮১৬।


অাল্লাহর সঙ্গে বান্দার অবস্হান 

আল্লাহর সঙ্গে বান্দার দুইটি অবস্থান খুবই গুরুত্বপূর্ণ:
এক. নামাযে, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায়।
দুই. কিয়ামতে, যখন প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। প্রথম অবস্থানের যারা হক আদায় করে, তাদের জন্য দ্বিতীয় অবস্থান সহজ হবে। আর যারা প্রথম অবস্থানের যথাযথ হক আদায় করে না, অবহেলা করে, তাদের জন্য দ্বিতীয় অবস্থান কঠিন হবে।

-ইবনুল কায়্যিম রহ. আল-ফাওয়ায়েদ।


কুরঅান তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত 

হাফেজ ইবনু রজব রহ. বলেন, 
যেসব নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তা‘আলার নৈকট্য লাভ করে তার মধ্যে অন্যতম হচ্ছে, বেশি বেশি পবিত্র কুরআন তিলাওয়াত করা, মনযোগ ও তাদাব্বুরের সঙ্গে কুরআন-তিলাওয়াত শোনা এবং কুরআন বোঝা।

-জামেউল ‘উলূম, খ-: ৩, পৃষ্ঠা: ১০৮০


চিন্তা করুন 

আপনি যদি অধিকাংশ মানুষের অবস্থা নিয়ে একটু চিন্তা করেন দেখবেন, আল্লাহর উপর তাদের কী অধিকার তা নিয়েই তারা বেশি ভাবে। তাদের উপর আল্লাহর কী অধিকার তা নিয়ে কিন্তু তারা চিন্তা-ভাবনা করে না। 

- আল্লামা ইবনুল কায়্যিম রহ., ইগাসাতুল লাহফান, খ-:১, পৃষ্ঠা: ৮৯।


কান্নাকাটি অাল্লাহর পছন্দ 

আল্লাহর দয়া ও রহমত আকৃষ্ট করতে কান্নার কোনো বিকল্প নেই। সেই কান্না যদি শেষরাতে হয় তাহলে তো কোনো কথাই নেই। অশ্রুকণা পড়তে না পড়তেই রহমতের বারিবর্ষণ হয়। জাবির ইবনু আবদুল্লাহ রা. হতে বর্ণিত হাদিসে আল্লাহর রসূল সা. বলেন, নিশ্চয় রাতে একটা সময় আছে, যে সময়টাতে কোনো মুসলিম দুনিয়া ও আখিরাতের ভালো কিছু চাইলেই আল্লাহ তার চাহিদা কবুল করেন। এবং তা প্রতিরাতে। সহিহ মুসলিম, ৭৫৭। ইমাম নববী রহ. বলেন,প্রতিরাতে কিছুসময় যে দুয়া কবুল হয় তা উপর্যুক্ত হাদিস দ্বারা প্রমাণিত।  তবে তা অনির্ধারিত। রাতের যে কোনো সময় হতে পারে। হাদিসে পুরো রাতে দুয়া করার প্রতি উৎসাহিত করা হয়েছে।  তাতে মিলে যেতে পারে সেই শুভক্ষণ। 
-শরহু ইমাম নববী আলা মুসলিম, খন্ড:৬, পৃষ্ঠা: ৩৬


 Mohammad Solyman Kaseme


Comments

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট