কেমন হবে খতীবগনের খুতবা ?

 

কেমন হবে খতীবগনের খুতবা ?


Mushahid Ali12

خطبة শব্দটি আরবী এর অর্থ- ভাষণ,বক্তব্য,ইত্যাদি। যেমন পবিত্র কালামে পাকে আছে -فما خطبكم ايها المرسلون ؟ -তোমাদের বক্তব্য কি ওহে রাসূল গণ বুঝা গেল খুত্ববা শব্দটি আভিধানিক ভাবে বক্তব্য,ভাষণ অর্থে ব্যবহৃত হয়

ইসলামী শরীয়তের পরিভাষায় খুতবা বলতে মসজিদে শুক্রবার দিনে মুসলমানদের মধ্যে আরবীতে যে সপ্তাহিক ভাষণ বা দিক নির্দেশনা দেয়া হয় তাকে বুঝায়যিনি এ খুতবা প্রদান করেন তাকে খতীব বলা হয়আল্লাহ একজন নবীর ব্যাপারে কালামে পাকে বলেন - واتيناه الحكمة و فصل الخطاب আমি তাকে হিকমত এবং বক্তব্যের শুদ্ধাশুদ্ধ পৃথক করার ক্ষমতা দান করেছিলাম এর দ্বারা খুত্ববার গুরুত্ব বুঝা যায়এটা আল্লাহর পক্ষথেকে একটা দান বা অনুগ্রহ বলা যায়

এখানে আমি যে বিষয়টি আলোচনা করতে চাই ;তাহল এত গুরুত্ব পূর্ণ ইসলামের একটি দায়িত্ব কে আমরা অবলিলায় ভুলতে বসেছিসিংহ ভাগ মসজিদেই দেখা যায় একটা কিতাব আরবীতে লিখা হাতে নিয়া খতীব সাহেব পাঠ করতেছেন তিনি যেহেতু আরেকজনের লিখা বই থেকে রিডিং পড়তেছেন ;ভাবেই বুঝা যায়,তিনি কি পড়ছেন নিজে ই বুঝতেছেন নামুসল্লিরা বুঝবে কি?এজন্যই অনেক মুসল্লিকে পিলারে হেলান দিয়া সূখের নিদ্রায় রত দেখা যায়অথচ কথাছিল সপ্তাহান্তে খতীব সাহেব গেল সপ্তাহে এ সমাজে সংঘটিত বিষয়াবলী নিয়ে বাস্থব সম্মত দিক নির্দেশনা মানুষ জনকে প্রদান করবেন। প্রথম খুতবায় হামদ না'তের পর কালামে পাকের উপস্থিত প্রয়োজনীয় কোন আয়াত তিলাওয়াত করে সে অনুযায়ী হাদীস উল্লেখের মাধ্যমে চলমান বিভিন্ন সমস্যার সমাধানে বক্তব্য প্রদান করবেন আরবীতে এটা ই নবীজির আচরিত রীতিদ্বিতীয় খুতবায় হামদ না'ত আহলে বাইত এর প্রতি কল্যানের দোয়া সহ তামাম মুসলিম মিল্লাতের জন্য কল্যানের দোয়া করবেন অত্যাচারিত /মাজলুম মুসলমানদের জন্য দোয়াখায়ের করবেন বিশেষ করে নিজের দেশের কল্যান কামনায় কিছু বলে নাগরিকদের জন্য ইসতেক্বামতে ইমান ও হুরিরয়াতের জন্য দোয়া করবেন। আমি তো মনে করি খতীব হিসেবে উনার জন্য এটা আবশ্যকীয় বিষয়আমাদের দেশে এ হক্ব পালন হচ্ছে কি?সম্মানীত বিজ্ঞ ইমাম সাহেবানের প্রতি আমার আবেদন এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু প্রস্থাবনা উদয় হলে share করে আমাদের মসজিদ গুলোকে উন্নত তর ইসলামী জ্ঞানের ক্ষেত্র হিসেবে রুপায়িত করার ভূমিকায় এগিয়ে আসবেন

Comments

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট