জিহাদ
কুফুরি আইন দিয়ে দেশ পরিচালনাকারী শাসকের বিরুদ্ধে স্বশস্ত্র জিহাদ করে ক্ষমতাচ্যুত করার বিধান
__________________________________________. অভিযোগঃ ইবনে কাসীরসহ বেশকিছু কিতাবে উল্লেখ আছে যে, শাসক যদি কুফরি আইন দিয়ে দেশ চালায়! স্বশস্ত্র জিহাদের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে ন্যায়পরায়ণ শাসক বসাতে হবে। শাসক কুফরি আইন দিয়ে দেশ চালাচ্ছে। তাহলে এই শাসকের বিরুদ্ধে কেন আমরা স্বশস্ত্র জিহাদ করে ক্ষমতাচ্যুত করছি না? . "জবাবঃ দুটোর একটাও ঠিক না। আমাদের শাসক কুফরি আইন দিয়ে দেশ চালাচ্ছে, এটাও ঠিক না। তোমরা আলেমদের সাথে বসো, দেখো, সরকার কোন জায়গায় স্পষ্টভাবে 'ক্বোরান হাদিস' অস্বীকার করছে! দুই নাম্বার কথা হল, কুফরি দিয়ে রাষ্ট্র চালালেই স্বশস্ত্র জিহাদ বৈধ হবে এটাও ঠিক না। . ইবনে কাসীর কি বলেছেন এটা নিয়ে আমার কথা না। আমার দেখার বিষয় হল, আল্লাহ্ ও তার রাসুল কী বলেছেন! যখন শাসক সুস্পষ্ট কুফরিতে লিপ্ত হয়, ক্বোরান মানে না, ক্বোরান পড়তে বাধা দেয়, যে কুফরির ব্যাপারে আর কোনো ব্যাখ্যা থাকে না, তখন তার বিরুদ্ধে বিদ্রোহ বৈধ। কিন্তু বৈধ হলেই করা যায়না। . ভারতের শাসকের বিরুদ্ধে মুসলিমদের বিদ্রোহ করা বৈধ। তাই বলে তারা কি বিদ্রোহ করে সবাই মারা যাবে? আমেরিকা, ইউরোপের বিরুদ্ধেও বিদ্রোহ করা বৈধ। বুঝতে হবে, বিদ্রোহ করা বৈধ হওয়া এক জিনিস আর কাজে নামা আরেক জিনিস। তুমি জিহাদ করো। কিন্তু জিহাদের ফল'টা কী হবে? আরেকটা জিনিস বুঝবে। তুমি যে জিহাদ করতে চাচ্ছ, অস্ত্রগুলো কারা দেবে? বাবা? আমার জানামতে অস্ত্র দেয় আমেরিকা। টাকা দেয় আমেরিকা। তুমি কি মনে কর, আমেরিকা ইসলামের স্বার্থে টাকা দেয়! যদি কোনো হুজুরের অস্ত্র বানানোর যোগ্যতা থাকে, আমাকে খবর দিও। হুজুরের কাছ থেকে অস্ত্র নিয়ে কিছু করা যায় কি-না দেখব। . আবেগি হলে চলবে না, বাবারা! আগে দেখতে হবে জিহাদের বৈধতা। বৈধ হলেও করা যাবে কি-না দেখতে হবে। এতে ইসলামের কতটুকু উপকার হয় দেখতে হবে। 'জিজ্ঞাসা ও জবাব' বইয়ের ১৫৩'পৃষ্ঠায় প্রশ্ন এবং ১৫৪'পৃষ্ঠায় জবাব দেয়া হয়েছে। প্রকাশিত- (আস সুন্নাহ পাবলিকেশন্স) _____________________________________ "খন্দকার ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন