মৃত্যুর পূর্বে কিছু সাওয়াবের গাছ

আসুন, মৃত্যুর পূর্বে কিছু সাওয়াবের গাছ লাগিয়ে যাই:

মসজিদ-মাদরাসা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা একমাত্র সাদাকায়ে জারিয়াহ নয়। যে দানের উপকারিতা স্থায়ী বা দীর্ঘ মেয়াদী হয়, সেটাই সাদাকায়ে জারিয়াহ। বৃক্ষরোপন একটি সাদাকায়ে জারিয়ামূলক নেক কাজ। যদি কেউ মানুষ কিংবা প্রাণীকূলের উপকার সাধনের লক্ষে ফলজ বা বনজ গাছ রোপণ করে এবং এর মাধ্যমে সাওয়াব আশা করে, তবে এটি একটি উত্তম সাদাকায়ে জারিয়াহ; যার সওয়াবের ধারা ব্যক্তির মৃত্যুর পরও অব্যাহত থাকতে পারে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তাহলে তা সে ব্যক্তির জন্য সাদাকাস্বরূপ।’ (সহীহ বুখারী-২৩২০, সহীহ মুসলিম-১৫৫৩) আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলের এভাবী মানুষদের বাড়ির আঙিনা, এতিমখানা ও আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে উন্নত জাতের অধিক ফলনশীল গাছের চারা/কলম রোপন করার উদ্যোগ হাতে নিয়েছে। এতে একাধারে সাধারণ মানুষের অক্সিজেনের যোগান হবে, দুস্থ ও অসহায়রা আত্মনির্ভরশীল হবেন এবং স্বচ্ছলদের সাদাকায়ে জারিয়ার সওয়াব অর্জিত হবে ইন শা আল্লাহ। একটি চারার (ক্রয়, রোপন ও পরিচর্যা) স্পন্সর হতে পারেন আপনিও। * ভিয়েতনামী নারিকেলের চারা। ১০০০/- * অধিক ফলনশীল জাতের লিচুর চারা। ৫০০/- * উন্নত জাতের আমের চারা। ৪০০/- * বারো মাসি থাই লেবুর চারা। ৩০০/- পুরো পরিকল্পনার বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.docdroid.net/xogmYJH/brri...
বৃক্ষরোপন প্রকল্পে দান করতে ক্লিক করুন- https://assunnahfoundation.org/donate...
অথবা নিন্মোক্ত হিসাব নম্বর অনুসরণ করে সাধারণ পদ্ধতিতেও অংশগ্রহণ করতে পারেন— ব্যাংক একাউন্ট: ACCOUNT NAME: AS SUNNAH FOUNDATION SAVINGS ACCOUNT NO. 20502920202959613 ISLAMI BANK BANGLADESH, KANCHPUR BRANCH. NARAYAN GANJ বিকাশ: 01756400541 (পারসোনাল) 01408304050 (মার্চেন্ট) (পারসোনাল বিকাশ থেকে Pament সিলেক্ট করে পাঠাতে হবে) 01756400541 (নগদ পারসোনাল) 017564005413 (রকেট পারসোনাল) অনুদানের পর কোন্ গাছের জন্য দান করলেন, অনুগ্রহ করে নিচের লিংকে ক্লিক করে খাত নির্বাচন করুন। https://forms.gle/FxM8kze6H5xSe4AW8
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া। ১. সদাকাহ জারিয়াহ্ ২. এমন ইলম বা জ্ঞান যার দ্বারা অন্যের উপকার হয় ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দু'আ করতে থাকে’। (সহীহ্ মুসলিম, হাদিস নং ১৬৩১) আসুন, মৃত্যুর পূর্বে কিছু সাওয়াবের গাছ লাগিয়ে যাই। অংশগ্রহণের শেষ তারিখ: ২০ আগষ্ট রাত ১২টা (বাংলাদেশ সময়)। যোগাযোগ:
01756400541
copied from youtube page of as sunnah foundation


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে