কুর'আনের তিলাওয়াত

 




আচ্ছা,কুর'আন কি শুধু রমাদানে তিলাওয়াতের জন্য নাযিল হয়েছে?সত্যি করে বলুন তো,রমাদানের পরে আমরা কয়জন কুর'আন ছুঁয়ে দেখেছি? কয়জনের হাতের স্পর্শ কুর'আনের মুসাফে লেগেছে?

ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ্ থেকে বর্ণিত, উসমান (রা)বলেন,“আমি আমার জীবন অতিক্রান্ত সেই দিন কিংবা রাতকে ঘৃণা করি যেদিন আমি একবারের জন্য আল্লাহর কিতাবের দিকে তাকাতে পারিনি, কুর'আনের মুসাফ থেকে তিলাওয়াত করিনি।”[আল যুহদ] ইবনে কাসীর রাহিমাহুল্লাহ্ বলেন,“আমাদের পূর্বসূরিরা নিজেদের জীবনে কুর'আনের সাথে সম্পর্কহীন একটি দিন অতিক্রান্ত হওয়াকে অপছন্দ করতেন।” আল্লাহর রাসূল ﷺবলেছেন,“কতক লোক আল্লাহ্‌র পরিজন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র রসূল! তারা কারা? তিনি বলেন, কুরআন তিলাওয়াতকারীগণ আল্লাহ্‌র পরিজন এবং তাঁর বিশেষ বান্দা। [সুনানে ইবনে মাজাহ,২১৫] শাইখ ইবনে জিব্রীন রাহিমাহুল্লাহ বলেন,“যারা সারাবছর কুর'আন তিলাওয়াত করে তারাই হচ্ছে কুর'আনের লোক,যারা আল্লাহর একান্ত এবং ঘনিষ্ঠজন।” আল মিন্নাঈ রাহিমাহুল্লাহ্ বলেন,“যারা কুর'আন মুখস্থ করে আর সেই অনুযায়ী জীবন পরিচালনা করে; তারা আল্লাহর কাছে সেভাবে ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত হয় যেভাবে একজন ব্যক্তি সাধারণত তার পরিবারের কাছে বিবেচিত হয়। তাদের সম্মানার্থে আল্লাহর পরিজন বলা হয়েছে যেভাবে কাবাকে আল্লাহর ঘর বলা হয়।[ফা'দ আল ক্বাদীর ৩/৮৭]
********************************************************

প্রিয় মুসলিম, আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হবেন না। বারবার আল্লাহর দিকে ফিরে আসুন। সবসময় ইস্তেগফার করুন। আপনার পক্ষে যে ভালো কাজই করা সম্ভব, করুন। আর হ্যাঁ, একেবারে ভালো হয়ে যাওয়াটাকে নিজের লক্ষ্য নির্ধারণ করুন। কিন্তু, জেনে রাখুন, আমরা আসলে কোনোদিন সে লক্ষ্যে পৌঁছতে পারব না। আল্লাহ আমাদের নিখুঁত হওয়ার জন্য সৃষ্টি করেন নি। আমাদের ক্ষমা পাওয়াটা নিখুঁত হওয়ার মাঝে নয়, বরং নিখুঁত হওয়ার ইচ্ছে এবং প্রচেষ্টার মাঝে নিহিত। — ড. ইয়াসির ক্বাদী

"তোমার অন্তরকে যুক্তিতর্ক ও সন্দেহের স্পঞ্জে পরিণত করো না। সবসময় সেগুলো দ্বারা অন্তরকে ভিজিয়ে রেখে পরে আর কোনো কিছুতেই চ্যাম্পিয়ন হওয়া যায় না। বরং এটাকে কাঁচের মতো বানাও; যেখানে সন্দেহ আসবে কিন্তু কোনো স্থায়ী জায়গা পাবে না। তার স্বচ্ছতার বৈশিষ্টের কারণে সে সন্দেহটাকে দেখবে, কিন্তু দৃঢ়তার বৈশিষ্টের কারণে প্রত্যাখ্যান করবে। অন্যথায়, যদি তোমার অন্তরকে তার নিকট উপস্থাপিত সকল সন্দেহ দ্বারা সবসময় ভিজিয়ে রাখো, তাহলে এটা সমস্ত সন্দেহের এক নিরাপদ বাসস্থানে পরিণত হবে।" -- ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ)
collected

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে