*কেমন_হবে_বিচার_দিবস-?*

 *কেমন_হবে_বিচার_দিবস-?* ❓


১। "সেদিন সকলে একত্রিত হবে।" __[সূরা আনআম-২২] ২। "দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়।" _____[মিশকাত-৫২৯৮] ৩। "মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।" ____[বুখারি, মুসলিম] ৪। "কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।" ___[মিশকাত-৫৩০২] ৬। "প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।" ___[বুখারি-৪৭৪১] ৭। "ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে।" __________[বুখারি] ৮। "সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আ'মল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।" ____[বুখারি, মুসলিম] ৯। "দুনিয়াতে যারা আল্লাহ্'র জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহ্-কে সিজদাহ্ দিতে পারবে না।" ___[সূরা কালাম-৪২, ৪৩] ১০। "মু'মিনদের হিসাব হবে মুখো-মুখি।" ___[মিশকাত] ১১। "যার হিসাব পুংখানুপুংখ যাচাই করে হবে, সে ধ্বংস হবে।" ________[মিশকাত-৫৩১৫]

১২। "ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।" _______[সূরা ইয়াসিন-৬৫] ১৩। "হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।" ________[সূরা নুর-২৪] ১৪। "সে দিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান।" ___[মুসলিম মিশকাত~১৭৭৩] ১৫। "তবে ঐ দিন মু'মিনের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে।" ___[বায়হাকী মিশকাত~৫৫৬৩] আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। collected

Comments

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট