নিজেকে ক্ষমা করে দেয়া


 নিজেকে ক্ষমা করে দেয়ার কথা কুরআন খুব সুন্দরভাবে বলে। আল্লাহর নিকট ক্ষমা চাও এ কথা বলার মাধ্যমে। কারণ, আল্লাহ যখন তোমাকে ক্ষমা করে দেন তখন তোমারও উচিত নিজেকে ক্ষমা করে দেয়া। তুমি তো আল্লাহর চেয়ে বেশি প্রজ্ঞাবান নও। আল্লাহ যদি তোমার উপর থেকে কালো মেঘ সরিয়ে নিতে পারেন, তখন তুমি তো সেটা নিজে নিজের উপর রাখতে পারো না। তাই, ইসলামের শিক্ষার মধ্যেই এটা অন্তর্ভুক্ত যে, তুমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাও, তখন তোমার অবশ্যই নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করতে হবে, নিজেকে ক্ষমা করে দিতে হবে। বেশির ভাগ সময় আপনি আমি খারাপ কিছু করলে তীব্র অনুশোচনার ফলে নিজেই নিজেকে সবচে বেশি কষ্ট দিতে থাকি। যখন সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা চান, সবকিছু আল্লাহ দূর করে দেন।

সূরা আলে ইমরানের ১৩৫ নাম্বার আয়াতে আল্লাহ বলেন- وَ الَّذِیۡنَ اِذَا فَعَلُوۡا فَاحِشَۃً اَوۡ ظَلَمُوۡۤا اَنۡفُسَهُمۡ ذَکَرُوا اللّٰهَ فَاسۡتَغۡفَرُوۡا لِذُنُوۡبِهِمۡ ۪ وَ مَنۡ یَّغۡفِرُ الذُّنُوۡبَ اِلَّا اللّٰهُ ۪۟ وَ لَمۡ یُصِرُّوۡا عَلٰی مَا فَعَلُوۡا وَ هُمۡ یَعۡلَمُوۡنَ- "আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি যুলম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে গুনাহসমূহ ক্ষমা করবে? আর তারা যা করেছে, জেনে শুনে তা তারা বার বার করে না।" আয়াতটির বিস্ময়কর পর্যায়ক্রমের দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন যখন তারা কোনো অশ্লীল কাজ করে, فَاحِشَۃً একটি অশ্লীল কাজ, বা নিজের উপর জুলুম করে, কতগুলো জুলুম? একটি জুলুম করে এরপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ছাড়া আর কে সকল পাপ ক্ষমা করবে? জুনূব বহুবচন ব্যবহার করা হয়েছে। নিজের যে পাপগুলোর কথা আপনার স্মরণে আছে আপনি কেবল সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আর আল্লাহ আপনার সকল পাপ ক্ষমা করে দেন, এমনকি যেগুলোর কথা আপনি নিজেও ভুলে গেছেন। যেগুলোর ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা আপনার মাথায়ও আসেনি। আমরা এতটাই উদাসীন। কিন্তু, আল্লাহ সেগুলোও ক্ষমা করে দেন। ইমাম আলূসী (র) বলেন- 'জুনূব বা পাপসমূহ' এই বহুবচনের ব্যবহার ইঙ্গিত করে যে, আল্লাহ যখন তাদের ক্ষমা করে দেন তখন আল্লাহর কাছে ব্যাপারটা এমন যেন এই পাপগুলো তারা কোনোদিন করেনি। কোনো ক্রিমিনাল রেকর্ড নেই; সবকিছু মুছে দেয়া হয়েছে। আপনি আল্লাহর নিকট পরিষ্কার। কারণ, আপনি ইস্তেগফার করেছেন। আল্লাহর কাছে মাফ চেয়েছেন। -- নোমান আলী খানের বক্তব্য অবলম্বনে -- 70. Ali ' Imran Aayah 135 -- bayyinah tv
source-nak in bangla/youtube

Comments

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট