অপব্যয় এবং কার্পণ্য

 


আল্লাহ তায়ালা বলেন- وَ الَّذِیۡنَ اِذَاۤ اَنۡفَقُوۡا لَمۡ یُسۡرِفُوۡا وَ لَمۡ یَقۡتُرُوۡا وَ کَانَ بَیۡنَ ذٰلِکَ قَوَامًا - "আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না। বরং মাঝামাঝি অবস্থানে থাকে।" (২৫:৬৭) রহমানের বান্দারা যখন টাকা ব্যয় করে তখন অতিরিক্ত ব্যয় করে না। আবার তারা কৃপণও নয়। তারা এ দু'য়ের মধ্যবর্তী অবস্থানে থাকে।

শপিং করতে গেলে… "আমি তো যথেষ্ট ভালো টাকা উপার্জন করি। যা যা পছন্দ সব কিনে ফেলো। আমি এগুলোর দুইটা নিব, ঐগুলোর তিনটা নিব আর ঐ যে ঐটা থেকে পাঁচটা নিব।" "আপনার দোকানে সবচেয়ে বড় টিভি কোনটা? আমি ঐটা নিব।" আল্লাহ বলছেন যখন তারা ব্যয় করে তখন দায়িত্বানুভূতি নিয়ে ব্যয় করে। আবার তারা কার্পণ্যও করে না। স্ত্রীকে নিয়ে দোকানে গেলেন সিরিয়াল, দুধ, সবজি কেনার জন্য। সে দুধের প্যাকেট ঝুড়িতে রাখলে আপনি বলে উঠেন- "তোমার কি পুরা প্যাকেটটাই কিনতে হবে? ছোট প্যাকেটটা নাও।" এমন করবেন না। বেশি ব্যয় যেমন করবেন না আবার কার্পণ্যও করবেন না। আপনাকে আপনার বাজেটে ভারসাম্য বজায় রাখতে হবে। আপনাদের একটা ব্যাপার বলছি। পৃথিবীতে যে অর্থনৈতিক সংকট দেখা দেয়- ইউরোপিয়ান অর্থ ব্যবস্থার পতন, আমেরিকান অর্থ ব্যবস্থার পতন এবং বহু কষ্টে যা আবার পুনরুদ্ধার করা হচ্ছে, জানেন কোত্থেকে এর সূচনা হয়? এর সূচনা হয় মানুষের মাত্রাতিরিক্ত দায়িত্বজ্ঞানহীন ব্যয় থেকে। নিজের কাছে টাকা না থাকলেও ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় কর। ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় কর। মানুষ এভাবে নিজেদের সাধ্যের বাইরে ব্যয় করার মাধ্যমে ঋণের এক বিশাল বোঝা গড়ে তোলে। অন্যদিকে, কুরআন আমাদের শেখাচ্ছে- যখন টাকা ব্যয়ের কথা আসে, তখন তোমার পকেটে না থাকলে ব্যয় করো না। ঋণ নিও না। ক্রেডিট কার্ডে আসক্ত হয়ে পড়ো না। ওদের মত হয়ে পড়ো না। নিজের সামর্থ্যের মধ্যে থেকে ব্যয় কর। নিজের বাজেটের ভেতর থেকে ব্যয় কর। মাশাআল্লাহ, আপনাদের অনেকেই অর্থনৈতিকভাবে দারুণ সচ্ছল। তখন নিজেকে বুঝ দেন- "আমার তো সামর্থ্য আছে।" আপনার টাকা আছে তার মানে এই নয় যে, নিয়ন্ত্রণহীনভাবে তা ব্যয় করতে হবে। আপনার টাকা অন্য কাজেও ব্যয় করতে পারেন। নিজের পরিবারকে সাহায্য করতে পারেন। গ্রামে নিজ বংশের এমন অনেকেই আছে যারা কষ্টকর জীবন পার করছে। তাদেরকে সাহায্য করতে পারেন। মানুষকে ঋণ থেকে মুক্ত হতে সাহায্য করতে পারেন। আপনার টাকা এভাবে অন্য অনেক ভালো কাজে লাগাতে পারেন। নিজের জন্য শুধু অপ্রয়োজনীয় জিনিস কেনার পরিবর্তে। আল্লাহ বলেন- وَ کَانَ بَیۡنَ ذٰلِکَ قَوَامًا - "তারা এ দু’য়ের মধ্যবর্তী পন্থা গ্রহণ করে।" তারা অপব্যয় এবং কৃপণতার মাঝামাঝি অবস্থানে থেকে একটি স্বাস্থ্যকর, স্বাভাবিক এবং দায়বদ্ধ বাজেট ঠিক করে চলে। - নোমান আলী খান
collected

Comments

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট