মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি
সবসময় মনে রাখার জন্য কিছু কথা --------------*-----------*----------- "প্রতিটি মানুষকে এই জীবন দেওয়া হয়েছে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি নিতে। সহজ বিষয়। কুরআন এই ব্যাপারে খুবই পরিষ্কার। এই দুনিয়া তোমার বাড়ি নয়। এটা তোমার বাসস্থান নয়। সবার জীবনকাল এখানে অল্প কিছু সময়ের জন্য। এরপর তুমি মারা যাবে। সবাইকে তাদের রবের সামনে দাঁড়াতে হবে। সবার বিচার হবে। যদি এখানে আল্লাহর আদেশ-নিষেধ অনুযায়ী ভাল জীবন অতিবাহিত করে থাক, তুমি জান্নাতে প্রবেশ করবে। যারা ব্যর্থ হবে তারা জাহান্নামে যাবে। এই বিষয়ে কুরআন একেবারেই পরিষ্কার। প্রতিটি ব্যক্তির বিচার হবে শেষ বিচারের দিন। সেখানে তোমাকে কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে কুরআন সেগুলোও পরিষ্কার করে তুলে ধরেছে। কুরআন এই বিষয়টাও পরিষ্কার করে তুলে ধরেছে যে, এটাই একমাত্র জীবন যেখানে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করবে। এছাড়া আর কোনো জীবন নেই। প্রত্যেককে এই একটি চান্স-ই দেওয়া হয়েছে। দ্বিতীয় বারের কোনো সুযোগ রাখা হয়নি। কারো জন্যই না।" —ডক্টর আকরাম নাদভী "এই দুনিয়াতে যত ভোগ্য সামগ্রী আল্লাহ আমাদের দান করেছেন সবগুলোই হলো জান্নাতে যা দিবেন তার একটা প্রিভিউ, সামান্য স্বাদ। এই দুনিয়াকে শুধু এতটুকু পরিমাণেই উপভোগ্য করা হয়েছে যেন আপনি উপলব্ধি করতে পারেন এরচেয়ে অনেক বেশি উপভোগ্য এক জগৎ সামনে আসছে। অনেক ভালো এক জগৎ সামনে আসছে। তাই, এই দুনিয়ার উপভোগে সীমা থাকতে হবে। অবশ্যই সীমা থাকতে হবে। কারণ, যদি সীমা নির্ধারণ না করেন তাহলে এই দুনিয়ার আনন্দের মাঝেই নিজেকে ডুবিয়ে রাখবেন আর পরকালের কথা পুরোপুরি ভুলে যাবেন। যেখানে একদিন আপনাকে যেতেই হবে।" —নোমান আলী খান
collected
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন