চিন্তা করে দেখুন
চিন্তা করে দেখুন—
যখন সালাতে দাঁড়ান, আল্লাহকে কিছু দেয়ার উদ্দেশ্যে দাঁড়ান নাকি আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য? তাঁর দয়া লাভের জন্যে তো? কুরআন পাঠের সময়ও বিষয়টি মাথায় রাখুন। নিজেকে কুরআনের লেভেলে তুলুন। কুরআনকে নিজের স্তরে নামিয়ে আনবেন না। কুরআনের কাছে আসুন কুরআন থেকে নেয়ার উদ্দেশ্যে, নিজের বুঝ কুরআনের উপর চাপিয়ে দিতে নয়। কুরআন আমাদের চিন্তাভাবনা পরিশুদ্ধ করে। সঠিকভাবে চিন্তা করতে শেখায়। অধিক গুরুত্বপূর্ণ বিষয়কে কুরআন আমাদের অধিক মর্যাদা দিতে শেখায়। আমাদের মনের মধ্যে হাজারো বিষয় হিজিবিজি হয়ে থাকে। কুরআন প্রায়োরিটি অনুযায়ী আমাদের চিন্তাধারাকে সাজায়। যখন কুরআন পড়ছেন শব্দের ব্যাখ্যা, বিজ্ঞান, ফিলোসোফি, ফিকহ, সোসাইটি ইত্যাদি থেকে নিতে যাবেন না। কুরআন থেকে নিন। কুরআন কী বুঝিয়েছে তা কুরআন থেকে বুঝুন, আপনার ব্যক্তিগত জীবন থেকে নয়। নিজেকে কুরআনের লেভেলে তুলুন! বিষয়টি মাথায় রাখুন— যখন কুরআনের কাছে যাবেন কুরআনকে দিতে নয়, কুরআন থেকে নিতে যাবেন। এভাবে কুরআন পড়লে আমরা সঠিক ফায়দা হাসিল করতে পারবো আশা করা যায়। কুরআন এসেছে আমাদের চিন্তাধারা সংশোধন করতে, কুরআনকে প্রমান হিসেবে ব্যবহারের জন্য নয়। — ড. আকরাম নদভীর "How deep is surah al-Fatiha" লেকচার অবলম্বনে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন