অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট

 

অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট
সাহায্যকারী হিসেবেও আল্লাহ যথেষ্ট।☝️ (সূরা আন-নিসা:৪৬)


★★নবীজী (সাঃ)বলেছেন, "যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পাঠ করবে,জান্নাতে তার জন্য একটি ঘর বানানো হবে।"

(সহিহ জামে আস-সাগীরঃ৬৪৭২) ★★নবী (সঃ) বলেনঃ ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন।[সহীহ বুখারী -১১/২১৩, সহীহ মুসলিম-৪/২০৭৬] ★★ যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আযীমি ওয়াবি হামদিহী’ পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে। [তিরমিযী-৫/৫১১,আল-হাকীম-১/৫০১, ]

❖ কোন ধরণের ঘরে রহমতের ফেরেশতাগণ প্রবেশ করেন না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ উপরে উল্লেখিত সবগুলো ঘরেই। এ বিষয়ে হাদিসে এসেছে, হযরত আলী (রাঃ) হতে বর্ণিত। নবী করীম (সাঃ) বলেনঃ যে ঘরে ছবি, কুকুর ও অপবিত্র লোক থাকে – সেখানে রহমতের ফেরেশতাগণ (নতুন রহমতসহ) প্রবেশ করেন না। [হাদীস নং-২২৭, কিতাবুত তাহারাত]*



Comments

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট