নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন
❖ ফেরেশতাগণ ইবাদতের জন্য যে গৃহ নির্মাণ করেছিলেন তার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ বাইতুল মামুর। এ বিষয়ে ব্যাখ্যা হচ্ছে, দুনিয়াবাসী মানুষের ইবাদতের জন্যে, নামাযের জন্য ও তাওয়াফ করার জন্যে যেমন ‘কাবা’ রয়েছে, ঠিক তেমনি আকাশবাসী ফেরেশতাদের জন্যে সমান মর্যাদাসম্পন্ন একটা মসজিদ রয়েছে, যাকে ‘বায়তুল মামুর’ বলা হয়। বায়তুল মামুরের অবস্থান হচ্ছে একেবারে আমাদের কাবা বরাবর সোজা সাত আসমানের উপরে। প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা এই বায়তুল মামুরে নামায পড়ার জন্যে প্রবেশ করেন। ফেরেশতাদের সংখ্যা এতো বেশি যে, একদিন যেই সত্তর হাজার ফেরেশতাদের বায়তুল মামুরে প্রবেশ করেন, কেয়ামত পর্যন্ত তাদের কারো সেখানে পুনরায় প্রবেশ করার সুযোগ হবেনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম মেরাজের রাত্রিতে নিজ চোখে বায়তুল মামুর দেখেছিলেন। (সুরা তুরঃ আয়াত ৪-এর তাফসীর, ইবনে কাসীর)
******************************
নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুনঃ 🔴টাস্কঃ ১ ইমানকে দৃঢ় রাখতে চেস্টা করুন। সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন। আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না। একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন। . 🔴টাস্কঃ ২ ৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন। সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না। 🔴টাস্কঃ ৩ হারাম বর্জন করুন। হারাম রিলেশন, গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি। হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না। 🔴টাস্কঃ ৪ গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যাক্তিস্বত্তা থেকে উপড়ে ফেলুন। মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে।সো দরকার কি? এতো কস্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে।জবানের হিফাজত করুন। বেশি বেশি বই ইস্তিগফার পড়ুন। . 🔴টাস্কঃ ৫ আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন। কিছু সময় একা থাকুন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরন করুন। নামাজে সিজদাহকে দীর্ঘ করুন। এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে। . 🔴টাস্কঃ ৬ ৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন। সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন। কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন। কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%! 🔴টাস্কঃ ৭ মেয়েরা প্রোপারলি পর্দা করার চেস্টা করবেন। কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কন্ঠে কথা বলতে পারবেন না। 🔴টাস্কঃ ৮ ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন। 🔴টাস্কঃ ৯ প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া।আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে। মাত্র ২/৩ মিনিটে এই আমলটা করে নেবেন। 🔴টাস্কঃ ১০ প্রতিদিন ১০০ বার করে ১)সুবহানাল্লাহ ২)আলহামদুলিল্লাহ ৩)আল্লাহু আকবার ৪)লা-ইলাহা ইল্লাল্লাহ ৫)আস্তাগফিরুল্লাহ ৬)সুবহানাল্লহি ওয়া বিহামদিহী ৭)সুবহানাল্লাহিল আজিম পড়া। আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া। 🔴টাস্কঃ ১১ এইবার নতুন কিছু শুরু হোক। এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন। দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন। আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন। 🔴টাস্কঃ ১২ প্রতিদিন সকালে একবার বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন। 🔴টাস্কঃ ১৩ যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন। আল্লাহ ত্বওবাকারীকে ভালোবাসেন। এই ধাপ গুলো ফলো করুন। দেখবেন ইন শা আল্লাহ আপনার আমলের দিকে মন ছুটতে থাকবে। আমীন
collected
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন