রামাদান মাসে পালনীয় গুরুত্বপূর্ণ আমলসমুহঃ (৩য় পর্ব): (৯) ফজরের নামাযের পর সূর্যোদয় পর্যন্ত মাসজিদে অবস্থান করাঃ ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মাসজিদে অবস্থান করা, এটি একটি বিরাট সাওয়াবের কাজ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর জামাআত আদায় করার পর সূর্য উদয় পর্যন্ত মাসজিদে অবস্থান করবে, অতঃপর দুই রাকাআত সালাত আদায় করবে, সে পরিপূর্ণ হাজ্জ ও উমারাহ করার প্রতিদান পাবে। [তিরমিযী : ৫৮৬]
বিঃদ্রঃ- মেয়েরা ফজরের নামাযের পর সূর্যোদয় পর্যন্ত নামাযের স্থানেই বসে বসে জিকির আজকার করতে থাকবে, এবং সূর্যোদয়ের ১৫মিঃ পর ২ রাকাত বা (২ + ২) চারাকাত সালাত আদায় করবে।
(১০) কুরআন তেলাওয়াত করা এবং এর মর্ম উপলব্ধি করাঃ রামাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরীলের সাথে কুরআন পাঠ করতেন। (সুত্রঃ বুখারীঃ ৩০৪৮). সুতরাং প্রত্যেক মু’মিনের উচিত এ মাসে বেশী বেশী কুরআন তেলাওয়াত করা, বুঝা এবং আমল করা।
যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে, তার ব্যাপারে আল্লাহ এ নিশ্চয়তা দিয়েছেন যে, সে দুনিয়ায় ভ্রষ্ট হবে না এবং আখিরাতে দুর্ভাগা - হতভাগাদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ বলেন, ‘‘সুতরাং যে আমার দেয়া হিদায়াতের পথ অনুসরণ করবে, সে পথভ্রষ্ট হবে না এবং দু:খ কষ্টে পতিত হবে না।’’ (সূরা ত্বা-হা: ১২৩)
(১১) সহীহভাবে কুরআন শিক্ষা করাঃ এ মাসের অন্যতম আমল হলো সহীহভাবে কুরআন শিক্ষা করা। আর কুরআন শিক্ষা করা ফরয করা হয়েছে। কেননা কুরআনে বলা হয়েছে, ‘‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’’ [সূরা আলাক : ১]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শেখার নির্দেশ দিয়ে বলেন, ‘‘তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর’’ [মুসনাদ আলজামি : ৯৮৯০]
(১২) অপরকে কুরআন পড়া শেখানোঃ রমাদান মাস অপরকে কুরআন শেখানোর উত্তম সময়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়’’ [বুখারী: ৫০২৭]
‘যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দিবে, যত তিলাওয়াত হবে তার সাওয়াব সে পাবে’ [সহীহ কুনুযুস সুন্নাহ আন-নবুবিয়্যাহ: ০৭]
সুবহানাল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে রমাদানের প্রতিটি করনীয় এবং বর্জনীয় আমল পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুক। আমীন...।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন