আমরা শেষ জামানায় আছি
আমরা শেষ জামানায় আছি। যদি তুমি এটা না দেখে থাকো, আমি জানি না তুমি কোন গ্রহে বাস করছো। শেষ সময় খুবই নিকটবর্তী। হয়তো এখন থেকে একশ বছরের মধ্যে, দুইশ বছরের মধ্যে আমি জানি না। তা একমাত্র আল্লাহ জানেন। আমাদের রাসূল (স) দুই আঙ্গুল একত্রিত করে দেখিয়েছেন-بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ - "আমি এবং কিয়ামত এরকম এক সাথে প্রেরিত হয়েছি।" এটা ছিল ১৪শ বছর পূর্বে। ভূপৃষ্ঠে মানব জাতির অবস্থানকালীন সময়ের সাথে তুলনা করলে এটা বড় কোনো সময় নয়। খুবই সংক্ষিপ্ত এক সময়। এ শেষ সময়কালে সবার উচিত দু’হাত প্রসারিত করে মানুষকে দ্বীনের দিকে আহ্বান জানানো। এটা তো হতাশার কাফেলা নয়। হে পাপী বান্দা! যদি তুমি শতবারও তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করে থাকো, তবু শুধু ফিরে আসো। দ্বীনের দরজা খোলা আছে। একমাত্র যে এ দরজা বন্ধ করে সে হলো শয়তান। এই পৃথিবী তোমাকে অপরিচ্ছন্ন করে দিতে পারে। কোনো ব্যাপার না তোমার নিজেকে যত অপরিচ্ছন্নই মনে হউক না কেন, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। তোমার যাই হউক না কেন, আর-রাহমানের দরজা তোমার জন্য খোলা আছে। আমরা হাদিস থেকে জানি, এমনকি একশ মানুষ খুন করা ব্যক্তির তওবাও কবুল করা হয়েছিল। এ দরজা খোলা। আমাদের উচিত এ দরজা প্রশস্ত করে খুলে ধরা। মানুষকে শুধু আসতে দিন। তাদের সকল ত্রুটিসহ, তাদের সকল ভুলসহ, সকল আলস্যসহ এবং সকল সমস্যাসহ। শুধু দরজাটা খুলে ধরো এবং মানুষকে আসতে দাও। হুজাইফা ইবনুল ইয়ামান বলেন— শেষ জামানা আসবে না যতক্ষণ না মুসলমানরা নদীর স্রোত আটকে দেওয়া বড় পাথরের মত না হয়। তারা নিজেরা এখান থেকে পান করবে না আবার তারা অন্যদেরও পান করতে দিবে না। তাই সে পাথরের মত হবেন না। যা নদীকে বইতে দেয় না এবং মানুষকে এ পানি থেকে উপকৃত হতে দেয় না। বাহিরের দুনিয়ায় মানুষ আধ্যাত্মিক তৃষ্ণায় মারা যাচ্ছে। মানুষ ভালো নেই। মানুষ ভাল নেই কারণ তারা তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করছে না। তুমি মানুষ না হলে সুস্থ হবে না। আমরা মানুষ হওয়ার জন্য সৃষ্টি হয়েছি। আর যেভাবে আমরা মানুষ হব তা হলো আত্মসমর্পণ করার মাধ্যমে। শুধু আল্লাহর আদেশ নিষেধের কাছে আত্মসমর্পণ করো। এর বিরুদ্ধে লড়াই করো না। এতেই আসবে সত্যিকারের সন্তুষ্টি। যদি কোনো দুঃখ-কষ্ট আঘাত করে— বল, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। এটা আল্লাহর কদর। —শায়েখ হামজা ইউসুফের আলোচনা থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন