জীবনটা বড্ড কঠিন?

 


দেখা যায় একদল মানুষের জন্য জীবনটা বড্ড কঠিন। আর অন্য একদল মৌজ মাস্তিতে মেতে আছে।

কিন্তু, বিলাসবহুল প্রাসাদ আর বাড়িগুলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না বা বন্য পার্টিগুলোর দিকে এবং অনিয়ন্ত্রিত আত্ম-পূজার দিকে, যেখানে মানুষগুলো তাদের প্রতিটি কু-প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়; বা আপনার ফোনের মাধ্যমে মাত্রাতিরিক্তভাবে ফিল্টার করা অপরের সুখের দিকে। কারণ, ঐ স্ক্রিনগুলোর পেছনে এবং ঐ প্রলেপগুলোর নিচে থাকে সম্ভবত ভিন্ন ধরণের কষ্ট এবং শূন্যতার বাস। আমাদের যার অবস্থা এই জীবনে যেমনই হোক না কেন, আমাদের সবার অনিবার্য পরিণতি একই (মৃত্যু)। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যা দেখা যায় প্রকৃত অবস্থা আসলে তা নয়। ঐ সমাধিগুলোর ভেতরে কারো জন্য আছে পুরস্কারের বাগান আর কারো জন্য আছে শাস্তির প্রকোষ্ঠ। আর আমাদের হৃদয়গুলোতে থাকে হয় নিশ্চয়তার আনন্দ, এটা জেনে যে, এই জগতের চেয়ে অনেক বেশি উন্নত এক জগৎ বর্তমান আছে অথবা থাকে শূন্যতার কষ্ট একেবারেই না জানার কারণে। ও বিশ্বাসীরা! মন দিয়ে শোনো, এ পৃথিবী কোনোদিনও তোমাদের বেহেশত হওয়ার কথা ছিল না। কিন্তু বেহেশত আমাদের অপেক্ষায় আছে, এ জ্ঞান, দুনিয়ার এ কষ্টকর ভ্রমণটাকে করে তোলে অনেক বেশি সহনীয় এবং পুরস্কারযোগ্য। কারণ যেহেতু সকল পীড়াদায়ক অভিজ্ঞতাই ক্ষণস্থায়ী, প্রতিটি মুহূর্তও এক একটি সুযোগ। আর আপনি জানেন, যদি এ সুযোগগুলো কাজে লাগাতে পারেন, আপনার সকল সংগ্রামের শেষে, সকল পরীক্ষা এবং ভুগানির সমাপ্তিতে, সকল ভালোবাসা আর প্রিয়জন হারানোর বেদনার শেষে, আপনার চিরন্তন বাসস্থানটি আপনার প্রতীক্ষায় আছে। যা নির্মিত হয়েছে আপনার নেক আমলগুলোর মাধ্যমে আর সজ্জিত হয়েছে আপনার দোয়ার মাধ্যমে। একটি রত্ন-নির্মিত মুকুট, একবার একটি আয়াত তিলাওয়াত করার কারণে। স্বচ্ছ কাঁচ নির্মিত বাড়ি যার দ্বীপ্তি ছড়িয়ে পড়ছে দিগন্ত জুড়ে, এমন এক আত্মার জন্য যে পাপ ছেড়ে দিয়েছিলো। সবুজ পান্নার স্কন্ধযুক্ত এবং স্বর্ণের ডাল পালাযুক্ত গাছ, শুধু সহজে উচ্চারিত একটি জিকিরের জন্যে। আরো আছে আশীর্বাদপুষ্ট এমন মানুষদের সাহচর্য যাদের আপনি নিজেই পছন্দ করবেন, যারা আপনার মতোই সংগ্রাম করে গিয়েছিলো; এবং অতীত প্রজন্ম থেকেও যাদের আপনি অনুসরণ করেছিলেন, যারা আপনাকে সংগ্রাম করা শিখিয়েছিলো। আপনার প্রতিটি কম্পিত শ্বাস, অশান্তির প্রতিটি সেকেন্ড এবং প্রতিটি ত্যাগ তিতীক্ষা সবকিছুরই হিসেবে রাখা হচ্ছে। অকল্পনীয় সব দৃষ্টিনন্দন স্থান এবং সহায় সম্পদ দিয়ে যার প্রতিদান দেওয়া হবে। আরও থাকবে সর্বোচ্চ সত্তার সাহচর্য। আপনার চিরন্তন বাড়িটি নির্মাণ করুন। আপনার চিরন্তন বাড়িটি সজ্জিত করুন। আপনার চিরন্তন বাড়িটির আশা করুন। স্বাগতম আপনার চিরন্তন বাড়িতে। - ড. ওমর সুলেইমান

Comments

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট