ইসলাম জটিল কোনো ধর্ম নয়

 


ইসলাম জটিল কোনো ধর্ম নয়। ইসলাম এমন কিছু নয় যা বিমূর্ত, ইসলাম এমন কিছু নয় যা অবাস্তব। ইসলাম খুবই খুবই সহজ। সুপার ইজি। মুক্তির ইসলাম দারুণ সহজ।

জান্নাতুল ফিরদাউস সবার জন্য উন্মুক্ত। সর্বোচ্চ জান্নাতে যেতে আপনার ইসলামিক স্টাডিজে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে না। আল্লাহর ইবাদাত করুন। তাঁর প্রতি ঈমান রাখুন। আল্লাহর রাসূলকে ভালোবাসুন। শেষ বিচারের দিন আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখুন। আর আপনার জীবন যাপন করুন একজন ভালো মানুষ হিসেবে। নৈতিক মানুষ হিসেবে। সুন্দর চরিত্রের মানুষ হিসেবে। একজন দয়ালু মানুষ হিসেবে। একজন দরদী মানুষ হিসেবে। একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে। নিজের জন্যে যা ভালোবাসেন তা অপর মুসলিম ভাইয়ের জন্যেও ভালোবাসুন। বেশি করে দিন। আর অল্প পেলেও সন্তুষ্ট থাকুন। আপনার আচরণ এবং চরিত্রে একজন রোল মডেলে পরিণত হন। ঠিক এতুটুকুই আপনার দরকার। যদি এটুকু করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ! আপনি ইসলামী জীবন ব্যবস্থার সমগ্র অংশটুকু নিজ জীবনে করে দেখিয়েছেন। একথা আমি বলছি না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি বলেছেন। তিনি কী বলেছেন জানেন? দুইটি শব্দ। মুখস্ত করে রাখুন। "আদ দিইনু মু'য়ামেলা।" সহীহ হাদিস। দ্বীন হলো আচার ব্যবহার। অর্থাৎ, আপনার সমগ্র দ্বীনের বিচার করা হবে কিভাবে আপনি অপর মানুষের সাথে আচার ব্যবহার করেন, তার উপর ভিত্তি করে। অন্যদের সাথে এমন ধরণের দয়াশীলতা এবং সহানুভূতি নিয়ে আচরণ করুন যেরকম আচরণ আল্লাহ এবং তাঁর রাসূল আপনার কাছে থেকে আশা করেন। তখন আপনি একজন সেরা মানুষের জীবন যাপন করবেন। আর জান্নাতুল ফিরদাউস হবে আপনার চিরস্থায়ী ঠিকানা। আমরা দুআ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে সেই ধরণের আখলাক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে মানুষের সাথে আচরণের সময় সেরা চারিত্রিক গুণ প্রদর্শন করার সামর্থ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে এমন চরিত্র প্রদর্শন করার হিম্মত দান করুন, যেন আমরা জান্নাতুল ফিরদাউসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একত্রিত হতে পারি। - ড. ইয়াসির কাদি

আত্মীয়তা ভাঙতে রাসুল (সা.)–এর সতর্কতা


হজরত আবু হুরায়রা (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

তিনি বলেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ সকল কিছুকে সৃষ্টি করলেন। এরপর যখন তিনি সৃষ্টির কাজ শেষ করলেন, তখন আত্মীয়তার সম্পর্ক উঠে বলল, ‘(আমার এই দাঁড়ানোটা) আপনার কাছে বিচ্ছিন্নতা থেকে আশ্রয়প্রার্থীর উঠে দাঁড়ানো।’

তিনি (আল্লাহ) বললেন, ‘হ্যাঁ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তোমার সঙ্গে যে সুসম্পর্ক রাখবে, আমিও তার সঙ্গে সুসম্পর্ক রাখব। আর যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব।’সে (রক্তের সম্পর্ক) বলল, ‘অবশ্যই।’

আল্লাহ বললেন, ‘তাহলে তোমাকে এই মর্যাদা দেওয়া হলো।’

এর পর রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তোমরা চাইলে (সুরা মুহাম্মদের ২২-২৩ আয়াত পড়ে নাও) ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে। এরাই তারা, যাদের আল্লাহ অভিসম্পাত দেন বধির ও অন্ধ করে দেন।’ (সুরা মুহাম্মদ, আয়াত: ২২-২৩; বুখারি, হাদিস: ৪,৮৩০)



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে