সুরা মুহাম্মদে কাফেরদের ধ্বংসের কথা

 


সুরা মুহাম্মদ পবিত্র কোরআনের ৪৭তম সুরা। এই সুরা মদিনায় অবতীর্ণ হয়েছিল। এর ৪ রুকু, ৩৮ আয়াত। ৩৮ আয়াতবিশিষ্ট সুরা মুহাম্মদে মুমিন ও কাফেরদের মধ্যে চিরসংঘাত এবং আল্লাহর পক্ষ থেকে বিশ্বাসীদের সাহায্য, মুত্তাকিদের পুরস্কার, জিহাদ, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের কথা বলা হয়েছে। এর পাশাপাশি কৃপণতা করতে নিষেধ করা হয়েছে।

ধনসম্পদ আল্লাহর দান। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদশালী করেন বা গরিব রাখেন। আল্লাহর রাস্তায় ব্যয় করা এবং অসহায়ের পাশে দাঁড়ানো সম্পদশালীর দায়িত্ব। আল্লাহর রাস্তায় বা মানুষের উপকারে ব্যয় না করে কার্পণ্য করা হারাম। কেউ তা করলে তাঁকে জাহান্নামের ভয় দেখানো হয়েছে

কৃপণতার কারণে প্রাচীন বহু জাতি ধ্বংস হয়েছিল। নবীজি (সা.) উম্মতদের এ অভ্যাস ছাড়ার তাগিদ দিয়েছেন। তিনি কৃপণতা থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতেন। কারণ কৃপণতা আল্লাহ পছন্দ করেন না। মুমিনকে যেমন মিতব্যয়ী হতে হয়। অমিতব্যয়িতা ও কৃপণতা দুটেই মন্দ। আল্লাহ বলেছেন, ‘দেখো, তোমরাই তারা যাদের আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করছ; যারা কার্পণ্য করে তারা কার্পণ্য করে নিজেদেরই প্রতি। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত, যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন; তারা তোমাদের মতো হবে না।’ (সুরা মুহাম্মদ, আয়াত: ৩৮)

এই সুরার আরেক নাম ‘ক্বিতাল’। সুরাটির ২ ও ২০ আয়াতের আলোকে ‘মুহাম্মাদ ও কিতাল’ নামে নামকরণ করা হয়। সুরাটি হিজরতের পরে এমন এক সময় মদিনায় নাজিল হয়েছিল, যখন যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল বটে, কিন্তু কার্যত যুদ্ধ শুরু হয়নি।সুরাটির প্রথমে বলা হয়েছে, দুটি দলের মধ্যে মোকাবিলা হচ্ছে। তাদের একটি সত্যকে মেনে নিতে অস্বীকার করে এবং আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায়। অন্য দলটি আল্লাহর পক্ষ থেকে যে তাঁর বান্দা মুহাম্মদ (সা.)–এর ওপর সত্য নাজিল হয়েছিল, তা মেনে নিয়েছিল। আল্লাহ এই সুরায় বলেছেন, প্রথম দলটির সব চেষ্টা তিনি নিষ্ফল করে দিয়েছেন, আর দ্বিতীয় দলটির অবস্থা সংশোধন করে দিয়েছেন।

অবিশ্বাসীদের সম্পর্কে বলা হয়েছে যে তারা আল্লাহর সাহায্য ও দিকনির্দেশনা থেকে বঞ্চিত। ইমানদারদের বিরুদ্ধে তাদের কোনো প্রচেষ্টাই কার্যকর হবে না। তারা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই অত্যন্ত খারাপ পরিণতির সম্মুখীন হবে। তারা আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দিয়ে ভেবেছিল বিরাট সফলতা পেয়েছে। অথচ তা করে আসলে তারা নিজেদের জন্য বিপুল ধ্বংসই ডেকে এনেছে।

এ সুরায় মক্কার কাফেরদের ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে। ইসলামের বিরুদ্ধে মদিনার মুনাফিকদের চক্রান্তের কথা উল্লেখ করা হয়েছে।

সুরা নাসে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়

সুরা নাস পবিত্র কোরআনের ১১৪তম এবং সর্বশেষ সুরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এর ১ রুকু, ৬ আয়াত।

কুমন্ত্রণার অমঙ্গল থেকে এই সুরায় মানুষের প্রতিপালক, অধীশ্বর ও উপাস্যের শরণ করা হয়েছে। সুরা নাসের ১ থেকে ৬ পর্যন্ত আয়াতে বলা হয়েছে, ‘বলো, আমি শরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধীশ্বরের, মানুষের উপাস্যের, তার কুমন্ত্রণার অমঙ্গল হতে, যে সুযোগ মতো আসে ও সুযোগমতো সরে পড়ে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন বা মানুষের মধ্য থেকে।’অমঙ্গল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াই এই সুরার মূল বক্তব্য। আশ্রয় সম্পর্কিত দুটি বিষয় এ সুরায় ফুটে উঠেছে। এক. আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। দুই. কোনো কিছু থেকে আশ্রয় চাওয়া হয়েছে।

এই সুরার প্রথম ৩ আয়াতে আল্লাহর বিশেষ কিছু পরিচয় দিয়ে তাঁর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। কী কী থেকে আশ্রয় চাওয়া হয়েছে, বাকি আয়াতগুলোতে আছে তার বর্ণনা। আল্লাহর তিনটি পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে—রব, মালিক, ইলাহ। রব শব্দটি দিয়ে একই সঙ্গে মালিক ও পরিপূর্ণ কর্তৃত্বশীল সত্তাকে বোঝানো হচ্ছে। রব হলেন সেই মালিক, যিনি পরিপূর্ণ কর্তৃত্বশীল থেকে অস্তিত্ব রক্ষা করে লালন-পালন ও বিকাশ নিশ্চিত করে পূর্ণতায় পৌঁছান এবং পুরস্কার দেন।সুরা নাসে অভ্যন্তরীণ আক্রমণ থেকে রক্ষার জন্য আশ্রয় চাওয়ার বিষয়টি শিখিয়ে দেওয়া হয়েছে। এই অভ্যন্তরীণ আক্রমণের ওপর মানুষের কিছু নিয়ন্ত্রণ আছে। এর জবাবদিহির বিষয় রয়েছে। অভ্যন্তরীণ আক্রমণকারী হিসেবে মূলত এসেছে শয়তানের কথা। এর পর মানুষের কথাও এসেছে। শয়তান কুমন্ত্রণা দিয়ে মানুষকে আল্লাহর এই তিনটি বড় পরিচয় এবং তওহিদের তিনটি মৌলিক উপাদান থেকে ভুলিয়ে রাখে। আল্লাহর তিনটি বৈশিষ্ট্যকেই নিজের বলে দাবি করে বসে। সুরা নাজিআতের ২৪ নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী শয়তান নিজেকে রব বলে দাবি করে। সুরা জুখরুফের ৫১ নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী সে নিজেকে মালিক বলে দাবি করে। সুরা কাসাসের ৩৮ নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী নিজেকে ইলাহ বলে দাবি করে।সুরা নাসের চতুর্থ আয়াতে বোঝানো হয়েছে, শয়তানের আক্রমণ হলো বারবার কুমন্ত্রণা দেওয়া।

পঞ্চম আয়াতে আল্লাহ বলেছেন, সে সুযোগমতো আসে ও সরে পড়ে, সে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। কিন্তু আল্লাহ মানুষের ওপর রহমত করেন। শয়তানের কুমন্ত্রণা থেকে রেহাই পেতে সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।

ষষ্ঠ ও শেষ আয়াতে শয়তানের কাছ থেকে পানাহ চাওয়ার মাধ্যমে মানুষকে তার শত্রুর সঙ্গে মোকাবিলা করার শিক্ষা দিয়েছেন আল্লাহ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে