সবকিছু যখন ভালো যাচ্ছে...

 


প্রশ্নঃ আমার কী করা উচিত যখন আমার মনে হয় যে, আল্লাহ তায়ালা আমাকে কোনো পরীক্ষা প্রদান করেননি? (আমার সবকিছু যখন ভালো যাচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। তখন কী করবো?)

ড. ইয়াসির: "পরীক্ষা প্রদান" বলে কিছুর অস্তিত্ব নেই। আপনি সর্বদাই পরীক্ষার মাঝে আছেন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন- ؕ وَ نَبۡلُوۡکُمۡ بِالشَّرِّ وَ الۡخَیۡرِ فِتۡنَۃً - "আর ভাল ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি।" (২১:৩৫) আপনার পরীক্ষা-নিরীক্ষা নেওয়া হচ্ছে আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিতে। মাঝে মাঝে আপনি সে পরীক্ষাটা বুঝতে পারেন আবার অন্যসময় আপনি হয়তো সেটা সম্পর্কে সচেতন থাকেন না। ঠিক এই মুহূর্তে, আমাদের কথা বলার এই মুহূর্তে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন, যথেষ্ট ধন-সম্পদ থাকে, যথেষ্ট ফ্রি সময় থাকে--আপনাকে তাহলে ভালো দ্বারা পরীক্ষা করা হচ্ছে। নিজের স্বাস্থ্য এবং সম্পদ দিয়ে আপনি কী করছেন? আপনি কি দানশীলতা দেখাচ্ছেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে যা দিয়েছেন তা দিয়ে। যদি উপলব্ধি করতে না পারেন যে, আপনি পরীক্ষিত হচ্ছেন ব্যাপারটা সমসাজনক। কারণ, বুঝতে চেষ্টা করুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি পরীক্ষিত হচ্ছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "এমন দুইটি জিনিস আছে মানুষ যার সুযোগ গ্রহণ করে না। ভালো স্বাস্থ্য এবং ভালো সময়।" আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন- "তোমরা পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসের সুযোগ গ্রহণ করো..." খুব সুন্দর হাদিস, তাই না? তার মাঝে এসেছে-- যৌবনের সুযোগ নাও বার্ধক্যের আগে; সচ্ছলতার সুযোগ নাও দারিদ্র্যের আগে; অবসরের সুযোগ নাও ব্যস্ততার আগে; সুস্থতার সুযোগ নাও অসুস্থতার আগে; জীবনের সুযোগ নাও, মৃত্যুর আগে। এখানেই তো আমাদের পরীক্ষা। আল্লাহ কুরআনে বলেছেন- وَ اعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اَمۡوَالُکُمۡ وَ اَوۡلَادُکُمۡ فِتۡنَۃٌ - "জেনে রেখ, তোমাদের ধন-সম্পদ আর সন্তান- সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র।" (৮:২৮) কীভাবে আপনি আপনার জীবন পরিচালনা করেন, স্ত্রীর/স্বামীর সাথে কীভাবে আচরণ করেন, চারপাশের সবার সাথে কীভাবে আচার ব্যবহার করেন এর সবকিছুই পরীক্ষা। আমরা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে পরীক্ষিত হচ্ছি। এটা সত্য, কিছু কিছু পরীক্ষা অন্যসব পরীক্ষার কঠিন। কোনো সন্দেহ নেই। এটাও সত্য যে, বঞ্চিত হওয়ার পরীক্ষা-- যার ফলে মানুষ চাপে পড়ে, দুশ্চিন্তায় পড়ে, সাধারণভাবে বলতে গেলে-- আমাদের নিকট বেশি সুস্পষ্ট প্রাচুর্যের পরীক্ষার চেয়ে। যখন আপনার প্রচুর সম্পদ এবং সময় থাকে। কিন্তু সেটাও পরীক্ষা। আল্লাহ আমাদেরকে সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করবেন, তিনি যে আমাদের সবকিছু দিয়েছেন। ঐ হাদিসটির কথা তো জানেন, যখন রাসূল (স), আবু বকর এবং ওমর তিনজনের বাড়িতেই কোন খাবার ছিল না। পরে আবুল হাইসাম নামক এক সাহাবী তাঁদের দাওয়াত করে আহার করান। সারাদিন তাঁদের কোনো খাবার ছিল না, সমগ্র দিনে মাত্র একটিবার আহার করার সুযোগ পেলেন। খাওয়া শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছিলেন? "ওয়াল্লাহি! লাতুস আলুন্না ইয়াওমায়িজিন আনিন নাইম।" আল্লাহর শপথ! রোজ হাশরের দিন আল্লাহ এই খাদ্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যা তিনি আমাদের দিয়েছেন। এটা পরীক্ষা! সর্বশেষ কবে আমরা খাবার খেয়ে চিন্তা করেছি যে, কিয়ামতের দিন আমাকে আল্লাহর নিকট উত্তর দিতে হবে, যে টাকা দিয়ে এ খাদ্য কিনেছি তা নিয়ে, এটা কি হালাল ছিল নাকি হারাম? এ খাদ্য খাওয়ার পরে আমি যে শক্তি অর্জন করেছি তা দিয়ে কী করেছি। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত পরীক্ষিত হচ্ছি। আমাদের জীবন একটি পরীক্ষা। আর আল্লাহ ভালো জানেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে