যে ১০টি কাজ একজন মুসলিমের করতে মানা

 


আবু হুরায়রা (রা.)–র বরাতে নিচের হাদিসটি বর্ণনা করা হয়েছে।

আবু হুরায়রা (রা.) জানিয়েছেন যে রাসুল (সা.) বলেছেন, ১.‘পরস্পর হিংসা কোরো না, ২.একে অন্যের জন্য নিলাম ডেকে দাম বাড়িও না, ৩.পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ কোরো না, ৪.একে অন্যের থেকে আলাদা হয়ে যেয়ো না, ৫.একজনের কেনার ওপর দিয়ে আরেকজন ক্রয় করো না। ৬.হে আল্লাহর বান্দারা, পরস্পর ভাই ভাই হয়ে যাও। ৭.মুসলিম মুসলিমের ভাই, সে তার ওপর জুলুম করে না, ৮.তাকে নিঃসঙ্গ ও অসহায়ভাবে ছেড়ে দেয় না। ৯.সে তার কাছে মিথ্যা বলে না, ১০.তাকে অপমান করে না। তাকওয়া হচ্ছে এখানে—’ এই বলে তিনি নিজের বুকের দিকে তিনবার ইশারা করেন। ‘কেউ যদি তাঁর মুসলমান কোনো ভাইকে নীচ ও হীন মনে করে, তার জন্য সেটুকু মন্দই যথেষ্ট। এক মুসলমানের রক্ত, সম্পদ ও মান-সম্মান অন্য মুসলমানের জন্য হারাম।

মুসলিম, হাদিস: ২,৫৬৪

-----------------------------------------------------------------------------------------------------------------

কারও ঘরে প্রবেশের অনুমতি চাইতে হবে তিনবার


হজরত আবু সাঈদ খুদরি (রা.)-এর বরাতে এ হাদিসের বর্ণনা আছে।

(তিনি বলেন,) একবার আমি আনসারদের এক মজলিসে উপস্থিত ছিলাম। এমন সময় আবু মুসা হঠাৎ ভীত–সন্ত্রস্ত হয়ে এসে বললেন, ‘আমি তিনবার উমর (রা)–এর কাছে অনুমতি চাইলাম, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। তাই আমি ফিরে এলাম।’

উমর (রা.) তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘তোমাকে (ঘরের) ভেতরে প্রবেশ করতে কিসে বাধা দিল?’

আমি বললাম, ‘আমি প্রবেশের জন্য তিনবার অনুমতি চেয়েছি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। তাই আমি ফিরে এসেছি। (কারণ) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যদি তোমাদের কেউ তিনবার প্রবেশের অনুমতি চায়; কিন্তু তারপরও অনুমতি দেওয়া না হয়, তবে সে যেন ফিরে যায়।’তখন উমর (রা.) বললেন, ‘আল্লাহর কসম! তোমাকে এ কথাটিকে অবশ্যই প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে।’ তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্যে কেউ কি আছ যে নবী (সা.) কাছ থেকে এ হাদিস শুনেছে?’

 তখন উবাই ইবনু কাব (রা.) বললেন, ‘আল্লাহর কসম! আপনার কাছে প্রমাণ দিতে দলের সর্বকনিষ্ঠ ব্যক্তিই উঠে দাঁড়াবে।’

 আমি ছিলাম দলের সর্বকনিষ্ঠ। তাই আমি তাঁর সঙ্গে উঠে দাঁড়িয়ে বললাম, ‘নবী (সা.) অবশ্যই এ কথা বলেছেন।’

 মুসলিম, হাদিস: ২০৬২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে