ডিভোর্স
ডিভোর্স এমন এক বাস্তবতা যা শুধু আমদেরকে নয় সমগ্র দুনিয়াকে প্রভাবিত করছে। তীব্র হারে তা বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রে একটি গণ জরিপ থেকে জানা যায়, আনুমানিক ৫০ শতাংশ বিয়ে শেষ পর্যন্ত ডিভোর্সে রূপ নেয়। পরিসংখ্যানটি নিয়ে একটু চিন্তা করে দেখুন! এই জমিনের অর্ধেক বিয়েই অবশেষে ডিভোর্সে রূপ নেয়! আপনারা কি মনে করেন আমাদের সমাজ এর থেকে নিরাপদ? আমি নিশ্চিত আপনাদের প্রত্যেকে এমন কাউকে চিনে থাকবেন হয়তো কোনো বন্ধু, পরিবারের কেউ, আত্মীয়-স্বজনের কেউ অথবা আপনার নিজেকেই এই সমস্যার মোকাবেলা করতে হয়েছিল। আমরা কীভাবে এ নিয়ে কথা না বলে থাকতে পারি, যখন এটা আমাদের সবাইকে প্রভাবিত করছে। কত জীবন ধ্বংস হয়ে গেছে! কত শিশু একটি স্বাভাবিক জীবন পাওয়া থেকে বঞ্চিত হয়েছে! শুধু তাড়াহুড়োর কারণে, রাগের কারণে, অজ্ঞতার কারণে। জেনে রাখুন, প্রিয় মুসলিম! আমাদের ধর্মের সাধারণ নিয়ম হলো, বিয়ে টিকে থাকার কথা। কঠিন এবং সহজ উভয় অবস্থাতেই এর টিকে থাকার কথা। সমস্ত চড়াই-উৎরাইয়ের মাঝেও এর টিকে থাকার কথা। সামনে অগ্রসর হওয়া যখন কঠিন হয়ে পড়ে আপনি তো সাথে সাথেই পালিয়ে যাওয়ার পথ খোঁজেন না। সামনে অগ্রসর হওয়া যখন কঠিন হয়ে পড়ে আপনি তো সাথে সাথেই বিয়েটাকে শেষ করে দেয়ার রাস্তা খোঁজেন না। এটা তো বিয়ের বাস্তবতা নয়। প্রিয় নতুন বিবাহিত দম্পতিরা! আপনারা যারা দুই বছর, পাঁচ বছর যাবত বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন জেনে রাখুন, প্রতিটি বৈবাহিক সম্পর্কের মাঝেই কঠিন সময় আসে। এমনকি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তিনি এক মাস যাবত মসজিদে ঘুমিয়েছিলেন! তাঁর স্ত্রীদের থেকে দূরে ছিলেন। বৈবাহিক ঝামেলার কারণে। আল্লাহ এ সম্পর্কে আয়াত নাযিল করেছিলেন। তথাপি তিনি সবার সাথেই থাকলেন আর তারা সবাইও তাঁর সাথেই থাকলো। কিছু হলেই হাল ছেড়ে দিবেন না। সামান্যতেই পরাজয় মেনে নিবেন না। আমাদের আলেমেরা সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের পিতা আদম এবং মা হাওয়ার কথা উল্লেখ করেছেন তাদের সবচেয়ে সেরা সময়ে এবং তাদের সবচেয়ে বাজে সময়ে। কীভাবে? وَ قُلۡنَا یٰۤاٰدَمُ اسۡکُنۡ اَنۡتَ وَ زَوۡجُکَ الۡجَنَّۃَ - "আর আমি বললাম, ‘হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর।" সেরা সময়। এরপর আবার তাদের একেবারে কঠিন সময়েও উভয়কে একত্রে উল্লেখ করলেন। আমাদের পিতা আদমের জীবনে সবচেয়ে কঠিন ঘটনা কোনটি ছিল? জান্নাত থেকে বিতাড়িত হওয়া। قَالَ اهۡبِطَا مِنۡهَا جَمِیۡعًۢا - "তিনি বললেন, ‘তোমরা উভয়েই জান্নাত হতে এক সাথে নেমে যাও।" সময় যখন ভালো যায় তখন একসাথে এবং সময় যখন খারাপ যায় তখনো একসাথে। স্বামী স্ত্রী একত্রে। আর তারা শেষ পর্যন্ত একত্রেই ছিলেন। - ড. ইয়াসির কাদি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন